۶ آذر ۱۴۰۳ |۲۴ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 26, 2024
News ID: 377975
2 مارچ 2022 - 20:46
মাওলা আলীর (আঃ) বানী
মাওলা আলীর (আঃ) বানী

হাওজা / রাসুল (সা.) আলী (আ.)-এর কাঁধে হাত রেখে উচ্চৈঃস্বরে ঘোষণা করলেন, এই আলী সৎ কর্মশীলদের ইমাম, অন্যায়কারীদের হন্তা, যে তাঁকে সাহায্য করবে সে সাফাল্য লাভ করবে।

রাসুল (সা.) আলী (আ.)-এর কাঁধে হাত রেখে উচ্চৈঃস্বরে ঘোষণা করলেন, এই আলী সৎ কর্মশীলদের ইমাম, অন্যায়কারীদের হন্তা, যে তাঁকে সাহায্য করবে সে সাফাল্য লাভ করবে(সাহায্য প্রাপ্ত হবে) এবং যে তাঁকে হীন করার চেষ্টা করবে সে নিজেই হীন হবে।

হাদীসটি হাকিম নিশাবুরী তাঁর ‘মুসতাদরাক’ গ্রন্থের ৩য় খণ্ডের ১২৯পৃষ্ঠায় জাবের বিন আব্দুল্লাহ্ আনসারী হতে বর্ণনা করেছেন। (টীকা১) অতঃপর তিনি বলেছেন, “এই হাদীসটি সহীহ সনদে বর্ণিত হয়েছে তদুপরি বুখারী ও মুসলিম তা বর্ণনা করেন নি।”

[ কানযুল উম্মালের ৬ষ্ঠ খণ্ডের ১৫৩ পৃষ্ঠায় ২৫২৭ নং হাদীস; সা’লাবী তাঁর ‘তাফসীরে কাবীর’ গ্রন্থে হযরত আবু যর হতে হাদীসটি বর্ণনা করেছেন।]

تبصرہ ارسال

You are replying to: .