۱۴ مهر ۱۴۰۳ |۱ ربیع‌الثانی ۱۴۴۶ | Oct 5, 2024
ইমাম রেজা (আ.)-এর মাজার
ইমাম রেজা (আ.)-এর মাজার

হাওজা / পেশাওয়ার শহীদদের জন্য ইমাম রেজা (আ.)-এর মাজারে কোরআন তেলাওয়াত ও মজলিসের আয়োজন করা হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের পেশাওয়ারে শিয়া জামে মসজিদে মুসল্লিদের ওপর সন্ত্রাসী হামলায় শহীদদের সওয়াবের জন্য ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে কোরআন তেলাওয়াত ও মজলিস-ই-তারহীম অনুষ্ঠিত হয়েছে।

৪ মার্চ পাকিস্তানের পেশাওয়ারের কিসা খাওয়ানি বাজারে শিয়া মসজিদে জুমার নামাজের সময় সন্ত্রাসবাদীদের আত্মঘাতী হামলায় শিশুসহ অন্তত ৬৬ জন মুসল্লি নিহত হন।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন শহরে পেশাওয়ার শহীদদের সওয়াবের জন্য শোক সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা করেছেন।

تبصرہ ارسال

You are replying to: .