۱۷ اردیبهشت ۱۴۰۳ |۲۷ شوال ۱۴۴۵ | May 6, 2024
কলম্বো শ্রীলঙ্কা
কলম্বো শ্রীলঙ্কা

হাওজা / কথায় আছে না যে মক্কার মানুষ হজ্জ পায় না !! ঠিক তেমনি কলম্বো ( শ্রীলঙ্কা ), নিজ ভূখণ্ডে কলম্বো প্ল্যানের সচিবালয় ধারণ করেও এ প্ল্যান থেকে উপকৃত হতে পারে নি ! এর চেয়ে বড় ট্র্যাজেডি , বড় কৌতুক ও পরিহাস হয় কি ?

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, কথায় আছে না যে মক্কার মানুষ হজ্জ পায় না !! ঠিক তেমনি কলম্বো ( শ্রীলঙ্কা ), নিজ ভূখণ্ডে কলম্বো প্ল্যানের সচিবালয় ধারণ করেও এ প্ল্যান থেকে উপকৃত হতে পারে নি ! এর চেয়ে বড় ট্র্যাজেডি , বড় কৌতুক ও পরিহাস হয় কি ? অথচ এ বিষয়টি বোধ হয় আমাদের সংবাদ মাধ্যম গুলো এবং সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের দৃষ্টি এড়িয়ে গেছে !!

তবে হ্যাঁ , কলম্বো প্ল্যানের স্কলারশিপে ভারত , পাকিস্তান , বাংলাদেশ , শ্রীলঙ্কা সহ সাবেক ব্রিটিশ শাসিত উপনিবেশ সমূহের বহু মধাবী ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষার জন্য ব্রিটেন , কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ইত্যাদি দেশগুলোয় গিয়েছে বা যাচ্ছে এবং তাদের সিংহভাগ বা এক বিরাট উল্লেখযোগ্য সংখ্যক অংশ ঐ সব পশ্চিমা দেশগুলোয় থেকে গেছে এবং নিজেদের মাতৃভূমিতে প্রত্যাবর্তন করে নি এবং এখনও ঠিক একই অবস্থা বিদ্যমান । যেন কলম্বো প্ল্যান আসলে সাবেক উপনিবেশ সমূহের মেধা পাচার প্রক্রিয়ার সাথে জড়িত রয়েছে । ফলে সাবেক উপনিবেশ সমূহ থেকে মেধা পাচার ও মেধাবী ছাত্র ছাত্রীদের ভাগিয়ে নিয়ে আসলে ব্রিটেন , কানাডা অস্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশ গুলো নানাভাবে উপকৃত হচ্ছে এবং সাবেক উপনিবেশ সমূহে কাংখিত বিজ্ঞান ও প্রযুক্তি ট্রান্সফার সুষ্ঠু ভাবে হয় নি এবং তা হচ্ছেও না । আর ভবিষ্যতেও যে তা হবে সেটাও সুদূর পরাহত ! তাই এ সব প্ল্যান পরিকল্পনা দিয়ে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোর চাইতে উন্নত পশ্চিমা দেশগুলোই বেশি উপকৃত হচ্ছে এবং উন্নয়নশীল দেশগুলোর খনিজ ও প্রাকৃতিক সম্পদ কাঁচামাল হিসেবে পাশ্চাত্যে চলে যাচ্ছে এবং আসলে বেশির ভাগ ক্ষেত্রে আমরা পশ্চিমাদের উৎপাদিত দামী শিল্প পণ্য সামগ্রীর ভোক্তা ও বিক্রয়কারী বাজার মাত্র । তাই এ সব প্ল্যান পরিকল্পনা প্রণয়ন ও প্রতিষ্ঠান স্থাপন করে পাশ্চাত্য আমাদের বরং ধোকাই দিয়ে যাচ্ছে । আর পশ্চিমাদের সমর্থক ধামাধরা ব্যক্তিরা আমাদের ঐ সব ধোঁকা খাওয়াচ্ছে ও গিলাচ্ছে । তাই আমরা আর কতকাল এগুলো খাবো ও গিলবো ?!!

মুহাম্মদ মুনীর হুসাইন খান

২৪-৩-২০২২

تبصرہ ارسال

You are replying to: .