۶ آذر ۱۴۰۳ |۲۴ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 26, 2024
শাবান মাসের অবশিষ্ট দিনগুলোর আমল
শাবান মাসের অবশিষ্ট দিনগুলোর আমল

হাওজা / শা'বান মাসের শেষ দিনগুলো সংক্রান্ত ইমাম রিযার ( আ .) কতিপয় উপদেশ :

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

শা'বান মাসের শেষ দিনগুলো সংক্রান্ত ইমাম রিযার ( আ .) কতিপয় উপদেশ :

আবূ সালত হিরাভী রিওয়ায়ত করেছেন যে শা'বান মাসের শেষ শুক্রবার আমি হযরত ইমাম রিযার ( আ.) খেদমতে উপস্থিত হলাম । তিনি আমাকে বললেন : হে আবা সালত ! শা'বান মাসের অধিকাংশ দিন অতিবাহিত হয়ে গেছে । আর এই জুমা শাবানের শেষ শুক্রবার ( জুমা ) । এ মাসের যে দিনগুলো গত হয়েছে সে দিনগুলোয় তুমি অবহেলা করে তোমার যে ক্ষতি করেছ তা তুমি এ মাসের অবশিষ্ট দিন গুলোয় পূরণ করবে ।

যা তোমার অবস্থার জন্য উপকারী ( উপযোগী ) তোমার উচিত তা আঞ্জাম দেওয়া । বেশি বেশি দুআ , ইস্তিগফার ও পবিত্র কুরআন তিলাওয়াত করবে । মাহে রমজানের আগমন পর্যন্ত নিজের গুনাহ - খাতার জন্য মহান আল্লাহর কাছে তওবার মতো তওবা করবে যাতে করে তুমি নিষ্ঠার সাথে ( পবিত্র মাহে রমযানে মহান আল্লাহর

ইবাদতে ) নিজেকে নিয়োজিত ও নিবেদিত করতে পার ।

নিজের কাঁধের উপর কোনো আমানত রেখো না বরং তা ( মালিকের কাছে ) ফিরিয়ে দেবে । তোমার অন্তরে যেন কোনো মুমিনের প্রতি শত্রুতা না থাকে । আর থাকলে তা দিল ( অন্তর ) থেকে বের করে দেবে ।

মহান আল্লাহকে ভয় করবে অর্থাৎ তাক্ওয়া - পরহেযগারী অবলম্বন করবে ।

শাবান মাসের শেষ দিনগুলোয় এ দুআটি বেশি বেশি পাঠ করবে :

اَللّٰهُمَّ إِنْ لَمْ تَکُنْ غَفَرْتَ لَنَا فِیْمَا‌ مَضَیٰ مِنْ شَعْبَانَ فَاغْفِرْ لَنَا فِیْمَا بَقِيَ مِنْهُ .

হে আল্লাহ ! এ শা'বান মাসের যে দিন গুলো অতিবাহিত হয়ে গেছে সেই দিন গুলোয় যদি আপনি আমাদেরকে ক্ষমা করে না থাকেন তাহলে এ মাসের অবশিষ্ট দিন গুলোয় আপনি আমাদেরকে ক্ষমা করে দিন ।

নিশ্চয়ই মহান আল্লাহ এ মাসে পবিত্র মাহে রমযানের সম্মানার্থে অনেক বান্দাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে থাকেন ।

দ্র : ওয়াসাইল , খ : ১ , পৃ : ৩০১

২৩ শা'বান , ১৪৪২ হি .

হযরত ইমাম রিযা ( আ .) থেকে বর্ণিত আছে যে তিনি বলেন : যে ব্যক্তি শা'বান মাসের শেষের তিন দিন রোযা রাখবে এবং তা মাহে রমযানের রোযার সাথে মিলিয়ে দেবে মহান আল্লাহ তাঁর জন্য পরপর দুই মাস নিরবচ্ছিন্ন রোযা রাখার সওয়াব লিখে দেবেন ।

দ্র : মাফাতীহুল জিনান , পৃ : ৩০৭

تبصرہ ارسال

You are replying to: .