হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ২৩শে মার্চ পাকিস্তান দিবস উপলক্ষে মজলিস-ই-ওয়াহদাত-ই-মুসলিমীন পাকিস্তান করাচি বিভাগের একটি প্রতিনিধি দল আলেম ও জাকিরদের নেতৃত্বে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর সমাধি পরিদর্শন করেন।
সঙ্গে ছিলেন সিনিয়র শিয়া আলেম মাওলানা মির্জা ইউসুফ হুসাইন, মাওলানা হায়াত হুসেন নাজাফি, মাওলানা নিশান হায়দার সাজিদি, মাওলানা মালিক গোলাম আব্বাস প্রমুখ।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আল্লামা সাদিক জাফরি বলেন, আল্লামা ইকবাল যে মুক্ত ও স্বাধীন পাকিস্তানের ধারণা পেশ করেছিলেন এবং কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহ প্রতিষ্ঠার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছিলেন, সেই পূণ্যভূমিকে সম্পূর্ণ করার জন্য সমগ্র জাতিকে নিষ্ঠা, সততা এবং আবেগের সাথে ভূমিকা পালন করতে হবে।
পাকিস্তান অধিগ্রহণ শুধুমাত্র এক টুকরো জমির জন্য নয় বরং একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যা তার সিদ্ধান্তে স্বাধীন থাকবে,গত সত্তর বছর ধরে অহংকারী বিশ্বশক্তিগুলো পাকিস্তানের বিষয়াবলি এবং আমাদের অন্যান্য দেশের সঙ্গে আমাদের সম্পর্ক তার বিবেচনার ভিত্তিতে দেখতে আগ্রহী,যে রাষ্ট্র দেশ ও জাতির মর্যাদাকে সবার আগে রাখে সে বাইরের কোনো আদেশের ওপর আমল করে না।