۱۱ اردیبهشت ۱۴۰۳ |۲۱ شوال ۱۴۴۵ | Apr 30, 2024
শিক্ষা অভিযান
শিক্ষা অভিযান

হাওজা / আমাদের বাংলার ঘরে ঘরে পুরুষদের তুলনায় নারীরা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে ৷

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, পরিসংখ্যান বলছে বাংলার প্রতিটি ঘরে নারীদের শিক্ষার হার ৯৫% আর সেই তুলনায় পুরুষদের শিক্ষার হার ৫০%

কিন্তু ধর্মীয় শিক্ষার শতকারা হার শূন্য ৷ বিষেশ করে নারীদের মধ্যে ধর্মীর চেতনা ও শিক্ষা নেই বললেই চলে ৷ সেই অভাব পূরণের লক্ষ্যে এই অভিযান ৷

যেহেতু আমাদের বাংলায় মহিলা মাদ্রাসা নেই ৷ তাই অগত্যা সূদূর ব্যাঙ্গালোরে অভিযান ৷

আসুন আমরা আমাদের নারীদের ধর্মীয় শিক্ষাকেও মজবুত করি ৷

HOUZA-E-ILMIA-E-BAQUR-UL-ULOOM ...পঞ্চম ইমাম হযরত মুহাম্মাদ বাকির (আঃ)-এর নামে এই মাদ্রাসা ৷

এটি কর্ণাটক রাজ্যের গৌরবিন্দানূর জেলার আলীপুর এলাকায় অবস্থিত ৷

পাহাড়ে ঘেরা মনোরম পরিবেশে গঠিত হয়েছে মাদ্রাসাটি ৷

মূলত ইসলাম ধর্মের মৌলিক শিক্ষাকে শিশু মনে সুচারু রূপে সু প্রতিষ্টিত করার লক্ষ্যে এই শিক্ষা প্রতিষ্টানটির ভিত্তি স্থাপনা ৷

বিগত চার বছর ধরে পশ্চিমবাংলা থেকে আগাত পাঁচ ছাত্রী এই শিক্ষা প্রতিষ্টানে পড়াশোনা করছিল ৷

সরকারী প্রচারিত কভিড-১৯ ও লকডাউনের প্রভাবে সাময়িক বন্ধ হয় যায় মাদ্রাসাটি ৷

গত পাঁচ মাস আগেই আবার চালু হয়েছে পঠন পাঠন ৷ বাংলা থেকে পাঁচ ছাত্র পড়তে গিয়েছে এই মাদ্রাসায় ৷

মাদ্রাসাটি দু'টি বিভাগে বিভক্ত ৷ ছাত্র বিভাগ ও ছাত্রী বিভাগ ৷ দীর্ঘ কোরোনা লকডাউনের পর্ব কাটিয়ে কর্তৃপক্ষ পুনরায় মাদ্রাসা খুলেছে ৷ যথারীতি পঠন পাঠন চালু হয়েছে ৷

আগামী ঈদুল ফিতরের ছূটীর পর আবার বাংলা থেকে বেশকিছু ছাত্র ও ছাত্রী পড়াশোনা করতে যাবে ইনশাল্লাহ

এই বাংলা থেকে কোন ছাত্র ও ছাত্রী যদি পড়াশোনা করতে ইচ্ছুক, তাহলে তাদের অভিভাবক যোগাযোগ করতে পারেন ৷

থাকা খাওয়া দাওয়া পড়াশোনা সম্পুর্ণ ফ্রি ৷ সুধু রাস্তা খরচ লাগবে ৷

যোগাযোগ নাম্বারঃ +91 9051375515

تبصرہ ارسال

You are replying to: .