۶ آذر ۱۴۰۳ |۲۴ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 26, 2024
News ID: 379306
6 اپریل 2022 - 17:30
a
কুরআনের আলো

হাওজা / সুরা ফাতিহা সম্পর্কে কয়েকটি হাদীস।

হুজ্জাতুল ইসলাম মাওলানা আব্দুল্লাহ হোসায়েনী

কুরআনের আলো

সুরা ফাতিহা সম্পর্কে কয়েকটি হাদীস:

ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করলেন, ঐ সূরা কোনটি যার প্রথমে রয়েছে প্রশংসা, মধ্যে রয়েছে এখলাস বা নিষ্ঠা এবং শেষে রয়েছে দুয়া?

ইমাম আবু হানিফা আশ্চর্যান্বিত হয়ে বলল জানি না।

তখন ইমাম জা'ফর সাদেক আলাইহিস সালাম বললেন, সেটি হল সূরা ফাতিহা।

তাফসীরে আহলে বাইত, খ.১, পৃ.৮

ইমাম আলী আলাইহিস সালাম বলেন,

আমি যদি সূরা ফাতিহার তাফসীর লিখতাম তাহলে সত্তরটি উটের বোঝা হতো।

তাফসিরে আহলে বাইত, খ. ১, পৃ. ১০

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম বলেন,

হে জাবের! সূরা ফাতিহার মধ্যে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ রয়েছে।

তাফসিরে আহলে বাইত, খ. ১, পৃ. ১২

ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম বলেন,

যখন তোমাদের কোন কিছুর প্রয়োজন হবে তখন সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পাঠ করার পর দুই রাকাত নামাজ পড়বে। অতঃপর আল্লাহর কাছে দোয়া করবে।

তাফসিরে আহলে বাইত, খ.১, পৃ.১৬

ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম বলেন,

যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, সে যেন আল্লাহর সকল নিয়ামতের শুকরিয়া আদায় করল।

তাফসিরে আহলে বাইত, খ.১, পৃ.৬৮

تبصرہ ارسال

You are replying to: .