হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, রমজানের তৃতীয় দিনে নাইজেরিয়ার আবুজার রাস্তায় একদল শিয়া যুবক শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল,
নিরাপত্তা বাহিনী এবং পুলিশ হস্তক্ষেপ করে এবং দাঙ্গা বেঁধে যায় যার যার কারণে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত এবং একজন নিহত হয়।
আবুজার বাসিন্দা ২৩ বছর বয়সী শিয়া যুবক মোল্লা হাসান মালাম বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলি শহীদ হয়।
উল্লেখ্য, প্রায় পাঁচ মাস আগে শেখ ইব্রাহিম জাকজাকি ও তার স্ত্রীকে মুক্তি দেওয়ার পর তাদেরকে বিদেশ যেতে দেওয়া হয়নি। এমনকি নাইজেরিয়ান সরকারও পাসপোর্ট দিতে অস্বীকার করেছে। তাই গত কয়েক মাসে এদেশের শিয়া তরুণদের বিভিন্ন ভাবে বিক্ষোভ করছিল।