۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
সাইয়দে দেল্ হ (হৃদয়সমূহের শিকারী)
সাইয়দে দেল্ হ (হৃদয়সমূহের শিকারী)

হাওজা / সংগীতের নাম : সাইয়দে দেল্ হ (হৃদয়সমূহের শিকারী) ইয়দে মনে সাইয়দ্ ( শহীদ সাইয়াদের স্মরণে )

মুহাম্মাদ মুনীর হুসেন খান

সংগীতের নাম : সাইয়দে দেল্ হ (হৃদয়সমূহের শিকারী) ইয়দে মনে সাইয়দ্ ( শহীদ সাইয়াদের স্মরণে )

২১ ফার্ভার্দীন ( ১০ এপ্রিল ) ইরানের সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল আলী সাইয়াদ শীরাযীর শাহাদাত বার্ষিকী । ২১ ফার্ভার্দীন ১৩৭৮ ( ১৯৯৯ সালের ১০ এপ্রিল) নিজ বাসভবনের সামনে টেরোরিস্ট সংগঠন মুনাফেকীনে খালকের আততায়ীর গুলিতে শহীদ হন । ১৯৮৮ সালে জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, আরবদেশ সমূহ এবং ইরাকের সর্বাত্মক সমর্থন ও সাহায্য নিয়ে টেরোরিস্ট সংগঠন মুনাফেকীনে খালক ইরান আক্রমণ করলে জেনারেল আলী সাইয়াদ শীরাযীর নেতৃত্বে ইরানের সশস্ত্র ও গণবাহিনী এ সব আক্রমণকারীদের বিরুদ্ধে ঐতিহাসিক মেরসাদ্ অভিযান চালিয়ে বিদেশী সমর্থনপুষ্ট এ সব আক্রমণকারীকে পরাস্ত ও নিশ্চিহ্ন করে । জেনারেল সাইয়াদ শীরাযীর হাতে শোচনীয় এ পরাজয় বরণের জ্বালা ইরাকে আশ্রয়গ্রহণকারী মুনাফেকীনে খালক টেরোরিস্ট সংগঠন কোনো দিন ভুলতে পারে নি বিধায় সব সময় মার্কিন ও পাশ্চাত্য সাম্রাজ্যবাদের এজেন্ট টেরোরিস্ট এ সংগঠনটি জেনারেল আলী সাইয়াদ শীরাযীর উপর প্রতিশোধ গ্রহণের সুযোগ ও অপেক্ষায় ছিল এবং অবশেষে ১৯৯৯ সালের ১০ এপ্রিল মুনাফিক আততায়ীর গুলিতে ফিল্ড মার্শাল জেনারেল আলী সাইয়াদ শীরাযী শাহাদাত বরণ করে চিরঞ্জীব হন । মহান আল্লাহ কারবালার শহীদদের সাথে তাঁকে মিলিত করুন । (ড: চামরান)

শহীদ ড: চামরান ,

শহীদ সাইয়াদ , শহীদ ড: তেহরানী মোকাদ্দাম , শহীদ আহমদী রৌশান , শহীদ সুলাইমানী , শহীদ ড: ফাখরীযাদেদের মত ব্যক্তিদের সবচেয়ে বড় পুরস্কার ও পদমর্যাদা শাহাদাতের মাকাম ও মর্যাদা । এ মর্যাদা তাদের প্রাপ্য এবং মহান আল্লাহ তাদেরকে এ মর্যাদা দিয়েছেন। বিছানা ও শয্যায় মৃত্যু এ সব ক্ষণজন্মা ব্যক্তিদের শা'ন ও মর্যাদার খেলাফ ও পরিপন্থী । আর আল্লাহ পাক তাঁর এ সব প্রিয় বান্দাদেরকে শাহাদাতের গন্তব্যস্থলে প্রেরণ করে তাদেরকে শাহাদাত বরণের মাধ্যমে পুরস্কৃত ও সম্মানিত করেন ।

মুহাম্মদ মুনীর হুসাইন খান

تبصرہ ارسال

You are replying to: .