۳۱ فروردین ۱۴۰۳ |۱۰ شوال ۱۴۴۵ | Apr 19, 2024
মুহাম্মদ মুনীর হুসাইন খান
মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা / হযরত রাসূলুল্লাহর ( সা.) প্রথম সহধর্মিণী হযরত খাদীজা বিনতে খুওয়াইলিদ্ ( আ.) এর শাহাদাত সম ওফাত দিবস ১০ রমযান ।

মুহাম্মদ মুনীর হুসাইন খান

(১০ রমযান ১৪৪৩ হি.)

পর্ব ২- হযরত খাদীজা (আ.) জান্নাতবাসী নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ চার নারীর একজন :

১.ইকরামা থেকে বর্ণিত : হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ( রা.) বলেন : রাসূলুল্লাহ (সা.) চারটি রেখা এঁকে বললেন : তোমরা কি জান যে , এ চার রেখা কী ? তখন সবাই বলল : আল্লাহ ও তাঁর রাসূলই ( সা. ) সবচেয়ে ভালো জানেন । অত:পর মহানবী ( সা.) বললেন : বেহেশতবাসী নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন : খাদীজা , ফাতিমা , মারয়াম ও আসিয়া ।

وَ قَالَ عِكْرَمَةُ عَنِ ابْنِ عَبَّاسٍ : خَطَّ رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَ آلِهٖ وَ سَلَّمَ أَرْبَعَةَ خُطُوْطٍ فَقَالَ : أَ تَدْرُوْنَ مَا هٰذَا ؟ قَالُوْا : اللّٰهُ وَ رَسُوْلُهُ أَعْلَمُ . قَالَ : أَفْضَلُ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ خَدِيْجَةُ وَ فَاطِمَةُ وَ مَرْيَمُ وَ آسِيَةُ .

( দ্র : তাহযীব আত তাহযীব , খ : ৪৪১ - ৪৪২ , পৃ : ১২ ; আল্ - ইস্তীয়াব , খ : ২ , পৃ : ৫০৭ , ৫০৮ )

২. ইবনে আব্বাস বলেন : রাসূলুল্লাহ ( সা.) যমীনের উপর চারটি রেখা টেনে বললেন : তোমরা জান কি : এটা কী ? তখন সবাই বলল : আল্লাহ ও তাঁর রাসূলই সবচেয়ে বেশি জানেন । অত:পর রাসূলুল্লাহ ( সা :) বললেন : বেহেশতবাসী নারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন চার জন : ১. খাদীজা বিনতে খুওয়াইলিদ্ , ফাতিমা মুহাম্মদ ( সা.) , .......

( হাকিম নিশাপুরী বলেন : ) এ হাদীসটি সহীহুল ইসনাদ এবং বুখারী ও মুসলিম তা বর্ণনা করেন নি । আর আল্লামা যাহাবীও আত তালখীস গ্রন্থে তার ( হাকিম নিশাপুরী ) সাথে ঐকমত্য পোষণ করে বলেছেন : ( এ হাদীসটি ) সহীহ । ( দ্র : আল - মুস্তাদ্রাক , খ : ৩ , পৃ : ৩৭০ , হাদীস নং ৪৭১৫ )

عن عكرمة عن ابن عباس ( رض ) قال : خَطَّ رَسُوْلُ اللّٰهِ ( ص ) فِي الْأَرْضِ أَرْبَعَةَ خُطُوْطٍ ثُمَّ قَالَ : أَ تَدْرُوْنَ مَا هٰذَا ؟ فَقَالُوْا : اَللّٰهُ وَ رَسُوْلُهُ أَعْلَمُ ، فَقَالَ رَسُوْلُ اللّٰهِ ( ص ) : أَفْضَلُ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ أرْبَعَةٌ : خَدِيْجَةُ بِنْتُ خُوَيْلِدٍ و َ فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ الحَدِيْث ........... هٰذَا حَدِيْثٍ صَحِيْحُ الإِسْنَادِ وَ لَمْ يُخْرِجَاهُ .

وَافَقَهُ الذَّهَبِيُّ فِي التَّلْخِيْصِ : صَحِيْحٌ .

৩. ইকরামা থেকে বর্ণিত : ইবনে আব্বাস (রা:) বলেন : মহানবী ( সা.) চারটি রেখা অংকন করে বললেন : তোমরা জান কি : এটা কী ? তখন সবাই বলল : আল্লাহ ও তাঁর রাসূলই সবচেয়ে ভালো জানেন । অত:পর তিনি ( সা:) বললেন : বেহেশতের অধিবাসী নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন : খাদীজা বিনতে খুওয়াইলিদ্ , ফাতিমা বিনতে মুহাম্মাদ , মারয়াম বিনতে ইমরান এবং ফিরআউনের স্ত্রী আসিয়া বিনতে মুযাহিম । মহান আল্লাহ পবিত্র আমাদেরকে কুরআনে তাঁর ( আসিয়া ) অবস্থান ও মর্যাদার সংবাদ দিয়ে বলেছেন : তিনি ( আসিয়া ) প্রার্থনা করে বলেছিলেন : হে আমার প্রভু , আমার জন্য জান্নাতে ( আপনি ) একটি বাড়ী নির্মাণ করে দিন এবং আমাকে ফিরআউন ও তার কর্মকাণ্ড থেকে নাজাত ( মুক্তি ) দিন এবং আমাকে যালিম কওম ( অত্যাচারী সম্প্রদায় ) থেকে মুক্তি ( নাজাত ) দিন ( তাহরীম : ১১)।

হাকিম নিশাপুরী বলেন : এ হাদীসটি সহীহুল ইসনাদ এবং বুখারী ও মুসলিম ঠিক এ মতন ও শব্দ সহকারে বর্ণনা করেন নি ; তবে তারা ( দুজন : বুখারী ও মুসলিম ) যে হাদীসটি আবূল আব্বাস মুহাম্মাদ ইবনে ইয়াকূব আমাদেরকে বর্ণনা করেছেন ..... হিশাম ইবনে উরওয়াহ থেকে সেটার উপর ঐকমত্য পোষণ ( ইত্তেফাক ) করেছেন ।

৩৮৮৬ : আল্লামাহ যাহাবী আত - তালখীস গ্রন্থে তার ( হাকিম নিশাপুরী ) একমত পোষণ করে বলেছেন : " ( ৩৮৮৬ নং হাদীসটি ) সহীহ । "

( দ্র : আল - মুস্তাদরাক , খ : ৩ , পৃ : ১০০ , হাদীস নং ৩৮৮৬ )

عن عكرمة عن ابن عباس ( رض ) قال : خَطَّ رَسُوْلُ اللّٰهِ ( ص) أَرْبَعَ خُطُوْطٍ ثُمَّ قَالَ : أَ تَدْرُوْنَ مَا هٰذَا ؟ قَالُوْا : اللّٰهُ وَ رَسُوْلُهُ أَعْلَمُ . قَالَ : إِنَّ أَفْضَلَ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ : خَدِيْجَةُ بِنْتُ خُوَيْلِدٍ ، وَ فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ ، وَ مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ وَ آسِيَةُ بِنْتُ مُزَاحِمٍ امْرَأَةُ فِرْعَوْنَ ، مَعَ مَا قَصَّ اللّٰهُ عَلَيْنَا مِنْ خَبَرِهَا فِي الْقُرْآنِ : قَالَتْ رَبِّ ابْنِ لِيْ بَيْتَاً فِي الْجَنَّةِ وَ نَجِّنِيْ مِنْ فِرْعَوْنَ وَ عَمَلِهِ وَ نَجِّنِيْ مِنَ الْقَوْمِ الظَّالِمِيْنَ . التحريم : ١١ .

هٰذَا حَدِيْثٌ صَحِيْحُ الإِسْنَادِ وَ لَمْ يُخْرِجَاهُ بِهٰذَا اللَّفْظِ ، وَ إِنّما اتّفقا على الحديث الذي حدثناه أبو العباس محمد بن يعقوب ، ثنا أحمد بن عبد الجبار ، ثنا يونس بن بكير ، عن هشام بن عروة .

٣٨٨٦ . وَافَقَهُ الذَّهَبِيُّ فِي التَّلْخِيْصِ : صَحِيْحٌ .

নারীদের চার নেত্রীর একজন হযরত খাদীজা ( আ.) :

৪.ইবনে আব্বাস ( রা .) থেকে বর্ণিত : মহানবী ( সা.) বলেছেন :

চার নারী তাদের নিজ নিজ সমসাময়িক জগৎ ও প্রজন্মের নারীদের নেত্রী : মারয়াম বিনতে ইমরান , আসিয়া বিনতে মুযাহিম , খাদীজা বিনতে খুওয়াইলিদ্ এবং ফাতিমা বিনতে মুহাম্মাদ ( সা .) ।আর সমগ্র বিশ্বজগতে সকল প্রজন্মে তাদের ( এই শ্রেষ্ঠ চার নারী ) মধ্যে শ্রেষ্ঠ ও সর্বোত্তম হচ্ছেন ফাতিমা (আ.) ।

عن ابن عباس عن النبيّ ( ص) أَنَّهُ قَالَ : أَرْبَعُ نِسْوَةٍ سَادَاتُ عَالَمِهِنَّ : مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ وَ آسِيَةُ بِنْتُ مُزَاحِمٍ وَ خَدِيْجَةُ بِنْتُ خُوَيْلِدٍ وَ فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ ( ص ) وَ أَفْضَلُهُنَّ عَالَمَاً فَاطِمَةُ .

( দ্র : যাখায়িরুল উকবা , পৃ : ৪৪ ; তাফসীর - ই রূহুল্ মাআনী , খ : ৩ , পৃ : ২০৬ )।

জান্নাতের নারীদের চার নেত্রীর একজন হযরত খাদীজা (আ.) :

৫. উরওয়াহ থেকে বর্ণিত : হযরত আয়েশা (রা:) হযরত ফাতিমা( আ:) বিনতে মুহাম্মাদ ( সা:)কে বললেন : আমি কি তোমাকে সুসংবাদ দেব যে আমি রাসূলুল্লাহকে (সা:) বলতে শুনেছি : জান্নাতের নারীদের নেত্রীরা চারজন : মারয়াম বিনতে ইমরান , ফাতিমা বিনতে মুহাম্মাদ , খাদীজা বিনতে খুওয়াইলিদ্ এবং আসিয়া ।

আল্লামা যাহাবী আত তালখীস গ্রন্থে বলেছেন : ইবনে আবী আওফার হাদীসের উপর অনুরূপ একমত পোষণ ( ইত্তেফাক ) করেছেন বুখারী ও মুসলিম । আর হযরত আয়েশা (রা:) বলেন : আমি রাসূলুল্লাহকে ( সা:) বলতে শুনেছি :

বেহেশতের নারীদের নেত্রীরা হচ্ছেন চারজন : মারয়াম , ফাতিমা , খাদীজা ও আসিয়া এবং তা ( এ রিওয়ায়তটি ) বুখারী ও মুসলিমের শর্তে ।

( দ্র : আল্ - মুস্তাদরাক্ আলাপ সাহীহাইন্ , খ : ৩ , পৃ : ৩৯৬ )

عن عروةَ قال :قالت عائشةُ لفاطمةَ بنت رسولِ اللّٰهِ (ص) : أَ لَا أُبَشِّرُكِ أَنِّيْ سَمِعْتُ رَسُوْلَ اللّٰهِ (ص) يَقُوْلُ : سَيِّدَاتُ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ أَرْبَعٌ : مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ وَ فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ وَ خَدِيْجَةُ بِنْتُ خُوَيْلِدٍ وَ آسِيَةُ.

قال الذهبي في التلخيص : قد اتّفقا على حديثِ ابْنِ أبي أوفىٰ نحوه و قالت عائشةُ: سمعتُ رسولَ الله (ص) يقول : سيِّداتُ نساءِ أهلِ الجنَّةِ أربعٌ : مريمُ و فاطمةُ و خديجةُ و آسيَةُ و هو على شرطِ البخاري و مسلمٍ .

জগৎ সমূহের নারীদের মধ্য থেকে যথেষ্ট অর্থাৎ মনোনীত চার নারীর একজন হযরত খাদীজা (আ.) :

৬. হযরত আনাস (রা.) থেকে বর্ণিত। মহানবী (সা.) বলেছেন : জগৎ সমূহের নারীদের মধ্য থেকে কেবল যথেষ্ট ( এই চার নারী ) : মারয়াম বিনতে ইমরান , খাদীজা বিনতে খুওয়াইলিদ্ , ফাতিমা বিনতে মুহাম্মাদ এবং ফির'আওনের স্ত্রী আসিয়া ।

আবূ ঈসা তিরমিযী বলেন : এটা সহীহ হাদীস ।

( দ্র : বিহারুল আন্ওয়ার্ , খ : ১৬ , পৃ : ৭ ; সুনান আত তিরমিযী পৃ : ১০০৭ , হাদীস নং ৩৮৮৬ ; আল - ইস্তীআব্ , খ : ২ , পৃ : ৫৫৫ )

عن أنس ( رض ) أنّ النبيّ ( ص) قال : حَسْبُكَ مِنْ نِسَاءِ الْعَالَمِيْنَ : مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ وَ خديجةُ بِنْتُ خُوَيْلِدٍ وَ فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ وَ آسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ .

قَالَ أَبُوْ عِيْسىٰ : هٰذَا حَدِيْثٌ صَحِيْحٌ.

হযরত খাদীজা (আ.) জান্নাতের সর্বশ্রেষ্ঠ চার নারীর অন্তর্ভুক্ত :

৭. ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত : মহানবী ( সা.) বলেছেন : জান্নাতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন : মারয়াম বিনতে ইমরান , খাদীজা বিনতে খুওয়াইলিদ্ , ফাতিমা বিনতে মুহাম্মাদ এবং ফির আওনের স্ত্রী আসিয়া বিনতে মুযাহিম । ( দ্র : বিহারুল্ আন্ওয়ার্ , খ: ১৩ , পৃ : ১৬২ ও খ : ১৬ , পৃ : ২ ; )

عن ابن عباس ( رض) :

خَيْرُ نِسَاءِالْجَنَّةِ مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ وَ خديجةُ بِنْتُ خُوَيْلِدٍ وَ فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ وَ آسِيَةُ بِنْتُ مُزَاحِمٍ امْرَأَةُ فِرْعَوْنَ.

হযরত খাদীজা ( আ.) জগৎ সমূহের সকল প্রজন্মের নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ চার নারীর একজন :

৮.হযরত আনাস ( রা.) থেকে : রাসূলুল্লাহ ( সা.) বলেছেন : জগৎ সমূহের সকল প্রজন্মের নারীদের মধ্যে শ্রেষ্ঠ ( উত্তম ) হচ্ছেন : মারয়াম বিনতে ইমরান , আসিয়া বিনতে মুযাহিম , খাদীজা বিনতে খুওয়াইলিদ্ খুওয়াইলিদ্ এবং ফাতিমা বিনতে মুহাম্মাদ । (( দ্র : আল্ - ইস্তীয়াব , খ : ২ , পৃ : ৫০৮ এবং ৫০৭ পৃষ্ঠায় ধরনের রিওয়ায়ত হযরত আবু হুরায়রা ( রা:) থেকে ও বর্ণিত হয়েছে : মহানবী ( সা :) বলেছেন : জগৎ সমূহের সকল প্রজন্মের নারীদের মধ্যে শ্রেষ্ঠ চার জন : মারয়াম বিনতে ইমরান , ফির আওনের স্ত্রী বিনতে মুযাহিম (মুযাহিম তনয়া আসিয়া ) , খাদীজা বিনতে খুওয়াইলিদ্ এবং ফাতিমা বিনতে মুহাম্মাদ ( সা.) । ))

عن أنس ، قال : قال رسولِ اللّٰهِ ( ص) : خَيْرُ نِسَاءِ الْعِالَمِيْنَ مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ ، وَ آسِيَةُ بِنْتُ مُزَاحِمٍ و خَدِيْجَةُ بِنْتُ خُوَيْلِدٍ وَ فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ (ص).

…চলবে…

تبصرہ ارسال

You are replying to: .