۱ اردیبهشت ۱۴۰۳ |۱۱ شوال ۱۴۴۵ | Apr 20, 2024
রমযানের ১৩ তম রাতের আমল
রমযানের ১৩ তম রাতের আমল

হাওজা / এ রাত লায়ালিল্ বীযের ( চান্দ্র মাসের সবচেয়ে শ্বেত শুভ্র অর্থাৎ নূরানী রাত সমূহ ১৩ ,১৪ ও ১৫ তারীখের রাতসমূহ ) প্রথম রাত্রি ।

অনুবাদ: মুহাম্মদ মুনীর হুসাইন খান

১৩ রমযান , ১৪৪৩ হি.

এ রাত লায়ালিল্ বীযের ( চান্দ্র মাসের সবচেয়ে শ্বেত শুভ্র অর্থাৎ নূরানী রাত সমূহ ১৩ ,১৪ ও ১৫ তারীখের রাতসমূহ ) প্রথম রাত্রি । এ রাতের তিনটি আমল আছে । যথা : ১. গোসল , ২. চার রাকাত নামায যার প্রতিটি রাকাতে সূরা -ই হামদ ( ফাতিহা ) ও ২৫ বার সূরা -ই ইখলাস ( সূরা -ই তাওহীদ ) তিলাওয়াত করতে হবে এবং ৩. দু রাকাত নামায যা রজব ও শা'বান মাসের ১৩ তম রাতেও পড়া হয় এবং এ নামাযের প্রতি রাকাতে সূরা -ই হামদের ( সূরা -ই ফাতিহা ) পর সূরা -ই ইয়াসীন , সূরা -ই তাবারকাল্ মুল্ক্ এবং সূরা -ই তাওহীদ ( সূরা -ই ইখলাস) পড়া হয় এবং রমযান মাসের ১৪ তম রাতেও এ নামায চার রাকাত ও দুই সালামে পড়া হয় । আর পূর্বে দুআ -ই মুজীরের ব্যাখ্যায় বলা হয়েছে যে যে কেউ মাহে রমযানের আইয়ামে বীযে ( লায়ালিল বীযের দিবস সমূহ অর্থাৎ রমযান মাসের ১৩ ,১৪ ও ১৫ তম দিবসে ) এ নামায আদায় করবে তার গুনাহ ও পাপসমূহ ক্ষমা করা হবে এমনকি তা বৃষ্টির বারি বিন্দু , বৃক্ষ সমূহের পত্র এবং মরুভূমির বালুর সংখ্যা ও পরিমাণের অনুরূপ অর্থাৎ অগণিত হোক না কেন।

সূত্র: মাফাতীহুল জিনান, পৃ : ৪০৫

تبصرہ ارسال

You are replying to: .