۱۶ آذر ۱۴۰۳ |۴ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 6, 2024
News ID: 380187
2 مئی 2022 - 20:40
মুহাম্মদ মুনীর হুসাইন খান
মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা / আজ ৩০ রমযান সূর্যাস্তের মাধ্যমে ফাসলুল ইবাদাতের ( মওসিমুল ইবাদত অর্থাৎ ইবাদতের ঋতু ও মৌসুম : তিনমাস : রজব , শাবান ও রমযান ) পরিসমাপ্তি হচ্ছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আজ ৩০ রমযান সূর্যাস্তের মাধ্যমে ফাসলুল ইবাদাতের ( মওসিমুল ইবাদত অর্থাৎ ইবাদতের ঋতু ও মৌসুম : তিনমাস : রজব , শাবান ও রমযান ) পরিসমাপ্তি হচ্ছে।

আল্লাহ পাকের ঐ বান্দা সফলকাম হতে পেরেছে এবং তার জন্য সুসংবাদ যে ইবাদত বন্দেগী ও মহান আল্লাহর আনুগত্য করার মাধ্যমে এ তিন মাস বিশেষ করে মাহে রমযানের সর্বোচ্চ সদ্ব্যবহার করেছে ( ত্বূবা লিল আব্দে ইযাঘতানামা ) । আর তাই তার মতো বান্দাদের জন্য রমযানের শেষে মহান আল্লাহ শাওওয়াল মাসের ঈদুল ফিতরের রাত ও দিবসের আগমনের মাধ্যমে পুরস্কার স্বরূপ প্রচুর অগণিত কল্যাণ ও মঙ্গলের ( খাইর - ই ওয়াফীর ) ব্যবস্থা করেন ( ফাল খইরু ওয়াফীরুন ইন্ সুরিমা) । তাই ঈদুল ফিতর হয় আনন্দঘন , মুবারক ও বরকতময় । কারণ তা রমযান থেকে উৎসারিত। আর রমযানের এই মঙ্গল , কল্যাণ ও বরকত পরবর্তী এগারো মাস ধরে বিদ্যমান থাকে পৃথিবীবাসীদের জন্য সামনের রমযানের আগমন পর্যন্ত । একদিকে কল্যাণময় ,রবীউল কুরআন ( পবিত্র কুরআনের বসন্তকাল ) রমযানের বিদায় , ইবাদত বন্দেগীর মহোৎসবের মৌসুমের বিদায় যেমন আশিক বান্দার জন্য বেদনাময় ঠিক তেমনি মহান আল্লাহ শাওওয়ালের ঈদুল ফিতরের আগমনের মাধ্যমে বান্দাকে তার এক মাস সিয়াম সাধনার মহা পুরুস্কর ( প্রচুর অগণিত কল্যাণ ) দান করে আনন্দিত করেন । ঈদুল ফিতরের আগমন উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও তাবরীক তহনিয়ত ( মুবারক বাদ ) ।

কুল্লা আমিন ওয়া আনতুম বিখইর ( সব বছর অর্থাৎ সবসময় আপনারা সবাই ভাল ও কল্যাণের ওপর থাকুন )

আস'আদাল্লু আইয়ামাকুম ( মহান আল্লাহ আপনাদের দিবস সমূহ সৌভাগ্য মণ্ডিত করুন ) ।

ঈদুল ফিতর মুবারক ।

দুআপ্রার্থী :

মুহাম্মদ মুনীর হুসাইন খান

৩০ রমযান, ১৪৪৩হি.

১লা শাওওয়াল , ১৪৪৩ হি.

تبصرہ ارسال

You are replying to: .