۱ اردیبهشت ۱۴۰۳ |۱۱ شوال ۱۴۴۵ | Apr 20, 2024
আমাদের প্রতিটি দিনের শুভ সূচনা
আমাদের প্রতিটি দিনের শুভ সূচনা

হাওজা / নবীর (সাঃ) পুতঃপবিত্র আহলে বাইতগনের (আঃ) প্রতি দরুদ ও সালাম প্রেরনের মধ্য দিয়ে ।

মোহাম্মাদ হোসাইন (বাংলাদেশ)

নবীর (সাঃ) পুতঃপবিত্র আহলে বাইতগনের (আঃ) প্রতি দরুদ ও সালাম প্রেরনের মধ্য দিয়ে ।

"আল্লাহুমা সল্লে আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম" ।

সর্বশক্তিমান আল্লাহ ও তাঁর সকল ফেরেশতাগন সবসময় নবীর (সাঃ) পুতঃপবিত্র আহলে বাইতগনের (আঃ) প্রতি দরুদ ও সালাম প্রেরন অব্যাহত রেখেছেন । মুমিন বান্দাগনের প্রতিও মহান আল্লহ একই আদেশ দিয়েছেন ।

“ --- নিশ্চয়ই আল্লাহ এবং তাঁর ফেরেশতাগন নবীর উপর দরুদ পড়েন । হে তোমরা যাদের বিশ্বাস আছে , তাঁর উপর দরুদ পড় এবং তাঁর উপর শান্তি কামনা কর যথাযোগ্যভাবে --- “ ।

সুরা – আহযাব / ৫৬ ।

দেহমন যখন হতাশ ও ক্লান্তিতে ছেয়ে যায় । চারিদিকে শুধুই অন্ধকার । কোথাও কোন আলোর দেখা নাই । রোগে-শোকে দেহ-মনের অবস্থা প্রচন্ড খারাপ । জীবনের উপরে আস্থা নেই বললেই চলে । ডাক্তার-কবিরাজ সমাধান দিতে পারছে না । এই যখন অবস্থা তখন আমাদের প্রতিটি সকাল শুরু হোক --

যে কোন কাজে বের হওয়ার পূর্বে --

সদ্যজাত শিশুর প্রথম দর্শন শুরু হোক --

পরীক্ষার সময় শুরু হোক --

সবসময় দরুদ প্রেরন অব্যাহত থাকুক । ক্লান্তি এসে যাওয়ার পরেও দরুদ বা সালাওয়াতের নিয়ত করে জিভ নাড়িয়ে যান । বেশী বেশী করে এস্তেগফার (তওবা) বলে যাই । জীবন হয়ে উঠবে শান্তিময় । মহান প্রতিপালকের অশেষ করুনাধারায় সিক্ত হয়ে উঠবেন , ইনশাল্লাহ ।

নবীর (সাঃ) পুতঃপবিত্র আহলে বাইতগনের (আঃ) প্রতি দরুদ ও সালাম প্রেরনের মাধ্যমে নিজেই নিজের জীবনটা বদলে ফেলুন । দূর হয়ে যাক সকল হতাশা এবং দুঃখকষ্ট । জগত সংসার ভরে উঠুক অনাবিল আনন্দে ।

"আল্লাহুমা সল্লে আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম" ।

تبصرہ ارسال

You are replying to: .