হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, তেহরানের ইমাম খোমেনি মসজিদে ৩৩তম আন্তর্জাতিক বইমেলা বুধবার শুরু হয়েছে এবং ২১ মে পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইরানের সংস্কৃতি ও ইসলামিক দিকনির্দেশনা বিষয়ক উপমন্ত্রী এবং বইমেলার আয়োজক কমিটির প্রধান ইয়াসির আহমাদ-ওয়ান্দ বলেন:
তেহরানের ৩৩তম আন্তর্জাতিক প্রদর্শনী অনলাইনে দেখার ব্যবস্থা করা হয়েছে এবং Kitab.iR-এ গিয়ে প্রদর্শনীটি অনলাইনেও দেখা যাবে এবং যারা বই ও পড়তে আগ্রহী তারা এখার থেকে পড়তে পারবেন।
তিনি জানান, ৬৬টি স্টলে ১৭০ জন বিদেশি প্রকাশক তাদের বইয়ের মাধ্যমে এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তার ভাষণে ইরানের সংস্কৃতি ও ইসলামিক দিকনির্দেশনা বিষয়ক উপমন্ত্রী এবং বইমেলার আয়োজক কমিটির প্রধান ইয়াসির আহমাদ-ওয়ান্দ বিশেষ অতিথি হিসেবে কাতারের অংশগ্রহণের প্রশংসা করেন এবং বলেন যে শীঘ্রই তেহরানে বইমেলায় থাকবেন কাতারের সংস্কৃতিমন্ত্রী।