হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
পৃথিবী সাপের মত।
مَثَلُ الدّنیا مَثَلُ الْحَیةِ، مَسُّها لَینٌ وَ فی جَوْفِهَا السَّمُّ الْقاتِلِ، یحْذَرُهَاالرِّجالُ ذَوِی الْعُقُولِ وَ یهْوی اِلَیهَا الصِّبْیانُ بِأیدیهِمْ
"পৃথিবীর উদাহরণ হল সেই সাপের মত, যার চেহারা নরম ও কোমল কিন্তু ভিতরে বিষে ভরপুর। জ্ঞানী লোকেরা তার থেকে দূরে থাকে এবং শিশুরা তার দিকে আকৃষ্ট হয়ে ক্ষতিগ্রস্থ হয়।"
তোহাফুল উক্বুল পৃষ্ঠা ২৯২..