۱۴ اردیبهشت ۱۴۰۳ |۲۴ شوال ۱۴۴۵ | May 3, 2024
ইমাম মুসা কাযিম (আঃ)-
ইমাম মুসা কাযিম (আঃ)

হাওজা / ইমাম মুসা কাযিম (আঃ) বলেন, পৃথিবীর উদাহরণ সমুদ্রের জলের মত, যত পান করা হয় ততটাই পিপাসা বৃদ্ধি পায়। এমনকি মানুষ তার তীব্রতা থেকে মৃত্যু বরণ করে।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

পৃথিবীর উদাহরণ সমুদ্রের পানির মত।

مَثَلُ الدُّنیا مَثَلُ ماءِ الْبَحْرِ كُلَّما شَرِبَ مِنْهُ الْعطْشانُ اِزْدادَ عَطَشا حَتّی یقْتُلُهُ

"পৃথিবীর উদাহরণ সমুদ্রের জলের মত, যত পান করা হয় ততটাই পিপাসা বৃদ্ধি পায়। এমনকি মানুষ তার তীব্রতা থেকে মৃত্যু বরণ করে।"

তোহাফুল উক্বুল পৃষ্ঠা ২৯২..

تبصرہ ارسال

You are replying to: .