۱۳ اردیبهشت ۱۴۰۳ |۲۳ شوال ۱۴۴۵ | May 2, 2024
পবিত্র কোরআন
পবিত্র কোরআন

হাওজা / আল্লাহপাক 'জ্ঞান ও বিবেক' দান করেছেন এজন্য যে, মানুষ যে তার নিজের অনুকূলে আল্লাহর সৃষ্ট অন্যান্য সৃষ্টি'কে আয়ত্তে আনতে পারে ৷

মুস্তাক আহমদ

মহান আল্লাহপাক সমগ্র দুনিয়া সৃষ্টি করেছেন নিখুত ভাবে ৷ আল্লাহর জ্ঞানের সীমা পরিসীমা নেই ৷ আল্লাহর সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি মানুষ ৷

সেই উত্তম সৃষ্টির মানুষ'কে উত্তম করেছেন তাঁকে 'জ্ঞান ও বিবেক' দান করে ৷

আল্লাহপাক 'জ্ঞান ও বিবেক' দান করেছেন এজন্য যে, মানুষ যে তার নিজের অনুকূলে আল্লাহর সৃষ্ট অন্যান্য সৃষ্টি'কে আয়ত্তে আনতে পারে ৷

এ প্রসঙ্গে আমাদের ষষ্ট ইমাম হযরত জাফর সাদিক (আঃ) বলেছেনঃ "কুরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাঁর সৃষ্টির প্রতি চুক্তিপত্র। সুতরাং একজন মুসলমানের উচিত তাঁর চুক্তিপত্রের মধ্যে কি লেখা রয়েছে তা অবলোকন করে দেখা এবং প্রতিদিন কমসে কম ৫০টি আয়াত পাঠ করা"

যে মানুষ আল্লাহর মারেফত বুঝে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং তাঁর প্রেরিত শেষনবী হযরত মুহাম্মাদ (সঃ)-এর প্রতি ঈমান এনেছেন, সে মানুষ অবশ্যই মুসলমান ৷

তাই আমাদের ১৪-মাসুমীন বার বার কোরআন পাঠ করার তাগিদ দিয়েছেন, তাঁরা আল্লাহর পক্ষ্য থেকে 'হুজ্জাত' ৷ তাঁদের জ্ঞান অপরিসীম ৷ এ প্রসঙ্গে তাই তাঁরা বলছেনঃ কোরআন আল্লাহর পক্ষ্য হতে চুক্তিনামা ৷

সূত্র- হযরত কুলায়নি রচিত, আল- উসুল মিন আল- কাফি, পর্ব-২, কিতাবঃ 'ফাজল আল কুরআন, পৃ-৫৯৮, ৩য় সংস্করণ।

দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।

تبصرہ ارسال

You are replying to: .