۶ آذر ۱۴۰۳ |۲۴ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 26, 2024
News ID: 381010
31 مئی 2022 - 11:10
পুস্তক পর্যালোচনাঃ
পুস্তক পর্যালোচনাঃ

হাওজা / রেনেসা পাবলিশারের পক্ষ্য হতে একটি অতি প্রয়োজনীয় অভিনব বই প্রকাশিত হয়েছে ৷

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আল্লাহর হাবিবের রেখে যাওয়া মাসুমীন ধারায় ১৪-মাসুমীনদের মূল্যবান হাদিসের আলোকে বইটি সংকলিত ৷

কি কি কারনে মানবজীবনে বা মানব সংসারে 'অভাব ও অনটন' নেমে আসে এবং এর ফলে মানুষের জীবন কতটা কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে, তার কারনগুলি উক্ত বইটিতে লিপিবন্ধ করা হয়েছে ৷ আর সাথে সাথে অভাব ও অনটন থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে, - সেই মূল্যবান বানীগুলিও লিপিবদ্ধ করা হয়েছে ৷

দীর্ঘ লকডাউনের ফলে মানুষ আর্থিক সংকটে পতিত হয়েছেন ৷ এই বই কিছুটা হলেও সংকট থেকে দিশা দেবে .....এই আশা রেখে বইটি রেনেসা পাবলিশা প্রকাশ করেছে ৷

বইটি মূল উর্দূতে সংকলন করেছেনঃ ব্যাঙ্গালোরের আলীপুরের শ্রদ্ধেয় শিক্ষক জনাব মওলানা সৈয়দ আলী আবদী সাহেব ৷

বাংলায় অনুবাদ করেছেনঃ মওলানা তাফাজ্জুল হোসেন সাহেব ৷

কম্পিউটার কম্পোজ ও সম্পদনা করেছেনঃ ড. মওলানা রিজওয়ানুস সালাম খান ৷

বইটির মূল্যঃ ৯৫/- টাকা

মূল্যবান বইটি সংগ্রহ করতে ফোন করুনঃ

+91 9051375515

تبصرہ ارسال

You are replying to: .