মুস্তাক আহমদ
আজ ৫-ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে চিহ্নিন্ত করা হয়েছে, .....সেই হিসাবে আমাদের সমাজের গণ্যমান্য টাকা ওয়ালারা বিশ্ব পরিবেশ সচেতনতার জন্য কিছু অনুষ্টান বা লেকচার দিয়ে থাকে ৷
এসব লেকচারকারীদের মুখে বড় বড় শুকনো ভাষণ শোনা যায় । যেমনঃ বলে আমাদের গাছ লাগতে হবে, আমাদের অমুক করতে হবে, আমাদের তমুক করতে হবে ৷
আসলে এদের চরিত্রের মধ্যে দ্বিচারিতাই বেশি লক্ষ্য করা যায় ৷ এসব টাকাওয়ালাদের বিলাশ বহুল জীবনজাপনের জন্যই তো আজ আমাদের (বিকল্পহীন) পরিবেশটি দুষিত হচ্ছে ৷
অযথা বিল্ডিং বালাখানা তৈরী করছে, আয়েশ আরাম খানার জন্য বনজঙ্গল কেটে ঘর বাড়ি বানাচ্ছে, এসব বড় লোকরা অযাথা সব সময় খেয়েই চলেছে ৷ যেন পারলে পুরো পৃথিবীই গিলে খাবে, লক্ষ্য করলে দেখা যাবে সব সময় মুখে কিছুনা কিছূ দিয়েই চলেছে, এই পেটুকরা খেয়েই চলেছে, এজন্য নানান স্বাদের খাদ্যের প্রয়োজন ৷ ভোগীরা তো একই স্বাদের জিনিষ বার বার খায় না ৷ এ নানান স্বাদের খাবার পোডাক্টের জন্য হাজার হাজার কারখানা তৈরী হচ্ছে ৷
আর সেই সুবাদে কারখানার ধোঁয়া বা কারখানার বজ্য পদার্থ নদীতে পড়ছে ৷ আর পুরো পরিবেশ দুষিত হচ্ছে এবং তা দিনের দিন বাড়ছে ৷
আসলে এসব অপদার্থদের জন্যই পরিবেশ নষ্ট হচ্ছে ৷ আর এই অপদার্থরাই গলা ফাটাচ্ছে বিশ্ব পরিবেশ রক্ষার জন্য ৷