۱۶ آذر ۱۴۰۳ |۴ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 6, 2024
ইমাম খোমেনী (রহঃ)
ইমাম খোমেনী (রহঃ)

হাওজা / ইমাম খোমেনী (রহঃ) বলেছেনঃ "বেলায়তে ফকিই স্বৈরাচারীকে ঠেকায়, বেলায়তে ফকি না থাকলে স্বৈরাচারী প্রতিষ্টা হয়"

মুস্তাক আহমদ

মহান ইসলামী বিল্পবী রুহুল্লাহ সৈয়দ ইমাম খোমেনী (রহঃ) বলেছেনঃ "বেলায়তে ফকিই স্বৈরাচারীকে ঠেকায়, বেলায়তে ফকি না থাকলে স্বৈরাচারী প্রতিষ্টা হয়"

মাশাল্লাহ !! কি সুন্দর কথা ৷

১৪০০ বছর পূর্বেই "বেলায়ত"কে বাদ দিয়েই স্বৈরাচারী প্রতিষ্টা করা হয়েছিল ৷ মা ফাতিমা (আঃ)এর গৃহে জুলুম করে স্বৈরাচারীকে বুলন্দ করেছিল ৷

এবং বলা হয়েছিল, "তাকে হত্যা করা হবে যে বলবে নবী মারা গেছে ৷" আরো বলেছিলেনঃ "আমাদের জন্য কোরআন যথেষ্ট ৷"

আল্লাহর পাঠানো আল্লাহর মনোনিত নবীপাক ঘোষিত 'বেলায়ত'কে বাদ না দিয়ে ১৪০০ বছর পূর্বে যদি ঐ স্বৈরাচারী প্রতিষ্টা না হতো তাহলে আজকের ইহুদী খ্রীষ্টানদের স্বৈরাচারীর নাম গন্ধই দেখতে হতো না ৷

ইতিহাস বলছেঃ ১৪০০ ধরে তখনকার স্বৈরাচারীরা ক্ষমতাকে ধরে রাখার জন্য তৎকালীন ইহুদী খ্রীষ্টানদের বন্ধু বানিয়েছিল এবং বেলায়তের উপরে অকথ্য নির্যাতন চালিয়েছিল ৷

জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, জঙ্গে কারবালাসহ বহু জুলুম তার জ্বলন্ত উদাহরণ ৷

দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।

تبصرہ ارسال

You are replying to: .