۱۶ آذر ۱۴۰۳ |۴ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 6, 2024
মুস্তাক আহমদ
মুস্তাক আহমদ

হাওজা / পরপর ধারাবাহিক ভাবে বিভিন্ন ইস্যু নিয়ে গোটা ভারতে বাওয়াল সৃষ্টি করা হচ্ছে।

মুস্তাক আহমদ

নেতৃত্বহীন বিচ্ছিন্ন জনজাতিকে গুছিয়ে ধোলাই করার পাতা ফাঁদ আর একটি আমরা দেখলাম ৷ নবী (সঃ)-এর বিবাহ নিয়ে নূপূরের কুমন্তব্য — এটি ধারাবাহিক চক্রান্তের অন্যতম একটি চক্রান্ত ৷

পরপর ধারাবাহিক ভাবে বিভিন্ন ইস্যু নিয়ে গোটা ভারতে বাওয়াল সৃষ্টি করা হচ্ছে, .....আসলে এসবই বিজেপির পাতা ফাঁদ ৷

কখনো হিজাব ইস্যু, কখনো মসজিদে শিব লিঙ্গ, কখনো কোরআনের আয়াত নিয়ে ইস্যু, কখনো তিন তালাক নিয়ে ইস্যু বা কখনো প্রিয় নবী (সঃ)-এর মর্যাদার বিরুদ্ধে কুমন্তব্য নিয়ে ইস্যু ৷

ধারাবাহিক ভাবে সৃষ্ট পাতা ফাঁদে আমরা পা দেবো না ৷ বরং আমরা সমবেত ভাবে জোরের সাথে দাবী রাখবোঃ

(১) খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি কেন ??

(২) শিক্ষা ব্যবস্থার গলা টিপে ধরা হয়েছে কেন ?

(৩) সরকারী বিষয়গুলি কোম্পানী'কে বিক্রি করা হচ্ছে কেন ??

(৪) ২০১৬ সালে নোটবন্দি করে দেশের ব্যাপক ক্ষতি কেন করা হয়েছে ??

(৫) বিদেশে খ্রীষ্টনরা ব্যাপক গরুমাতার মাংস খায়, তাদের গরুর মাংস ভক্ষনের জন্য ভারত থেকে কেন গরুমাতা কেটে প্যাকেট করে পাঠানো হয় ??

......এ রকম বহু প্রশ্ন আছে, যা ব্যাপকভাবে উপস্থাপন করা ৷ ভারত সরকার কেন এই কারখানাগুলি অনুমতি দিয়ে রেখেছে ??

অপরদিকে নূপূর শর্মার কুমন্তব্যে প্রতিবাদে মুসলমানদের উচিত উত্তেজিত না হয়ে শুধুমাত্র নবীপ্রেম প্রদর্শণ করা, বা যেসব মুসলমানের অন্তরে নবীপ্রেম নেই, বরং নবীপ্রেম আনা ও নবীর নির্দেশকে মান্যতা দেওয়া ৷

বরং আমি ঐসব মুসলমানদের নিকট প্রশ্ন করবো ....

(১) আপনি কি নবীর প্রেমে, তাঁর নির্দেশে নামাজ আদায় করেন বা নিজেদের সন্তানদের নামাজ আদায় করার হুকুম দেন ??

(২) আপনি কি নবীর প্রেমে, বা তাঁর নির্দেশে জাকাত, ফেতরা ওসর খুমস প্রদান করেন ??

(৩) আপনি কি নবীর প্রেমে, বা তাঁর নির্দেশে ইসলামিক জ্ঞানচর্চাকে অগ্রাধিকার দিয়েছেন ??

(৪) আপনি কি নবীর প্রেমে, বা তাঁর নির্দেশে মোবাইলে ব্লুফ্লিম নোংরা ছবি দেখা বন্ধ করেছেন ?

আরো কিছু প্রশ্ন করি ....দ্বীনের সম্মানিত নবী হযরত মুহাম্মাদ (সঃ) কি ভুল করতে পারেন ??

আল্লাহর হাবিব (সঃ) কি আত্মহত্যা করতে যেতে পারেন ??

নবী সঃএর প্রান প্রিয় নাতি হযরত হুসাইন (আঃ)কে যারা অন্যায় ভাবে হত্যা করেছে তাদের বিষয়ে আপনার মত কি ??

কারবালায় নবী (সঃ)এর পরিবারের যে পর্দা ছিনিয়ে নেওয়া হয়েছে সে বিষয়ে নবীপ্রেম নেই কেন ??

দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।

تبصرہ ارسال

You are replying to: .