۱۶ آذر ۱۴۰۳ |۴ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 6, 2024
আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনাঈ
আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনাঈ

হাওজা / আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনাঈ সম্প্রতি বলেছেন: "জনগণের ইচ্ছার বাইরে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে শোষণ ছাড়া কিছুই অর্জিত হবে না।"

মুস্তাক আহমদ

আমার আজকের আলোচ্য বিষয় ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনাঈ সাহেবের ইদানিং দেওয়া কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিতগুলি বিশ্লেষণ করা, ও তার ব্যাপারে জাতির সামনে তুলে ধরা ৷

আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনাঈ সম্প্রতি বলেছেন: "জনগণের ইচ্ছার বাইরে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে শোষণ ছাড়া কিছুই অর্জিত হবে না।"

একই সাথে আরব-অনারব সকল সরকারের উদ্দেশে তিনি বলেছেনঃ "নিজ দেশের জনগণের মতের বাইরে গিয়ে আমেরিকার কথায় যারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন কিংবা করার কথা ভাবছেন তাদের জেনে রাখা উচিত, এই সম্পর্কের মাধ্যমে দখলদারদের হাতে শোষণের হাতিয়ারই তুলে দেয়া হবে, এর বাইরে কিছুই অর্জিত হবে না।"

হজ্ব কর্মকর্তাদের দেওয়া এক সাক্ষাতে ইরানের সর্বোচ্চ নেতা উপরের মন্তব্য ব্যক্ত করেছেন ৷

এ প্রসঙ্গে তিনি আরো পরিস্কার করে যেটা বলেছেনঃ "ইহুদিবাদী ইজরাঈলের চক্রান্ত ও ষড়যন্ত্রের কথা তুলে ধরা হজ্বের অপরিহার্য একটি কর্তব্য।"

চলতি বছরের গত এপ্রিল মাসে কুদস দিবসের আলোচনায় তিনি এ প্রসঙ্গে আর গুরুত্বপূর্ণ মন্তব্য ব্যক্ত করেছিলেন, তিনি ইউক্রেণ যুদ্ধের ভূমিকা বিশ্লেষণ করতে গিয়ে বলেনঃ "আমরা নতুন বিশ্ব ব্যবস্থায় উপনিত হয়েছি, আমাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে ৷" তিনি ইউক্রেণ যুদ্ধের দিকে লক্ষ্য রেখেই সেই ইঙ্গিত তুলে ধরেছিলেন ৷

ইংরাজীতে যাকে New World Order বলে, সেই নতুন বিশ্ব ব্যবস্থার গভীর ষড়যন্ত্রের মূলে ইহুদীবাদী ইজরাঈল ৷ আমরা মনে করি এটাই দাজ্জালী ব্যবস্থা, সেই দাজ্জালী শয়তানী ব্যবস্থার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্বের ঈমানী শক্তিকে সক্রয় ভূমিকা রাখার আবেদন রেখেই আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনাঈ সাহেব আরব অনারবদের সচেতনতা বৃদ্ধি করছেন ৷ এজন্য তিনি হজ্বের ময়দানের ভাষণে ইহুদীদের শয়তানী চক্রান্ত ফাঁস করার কথা বলতে বলছেন, কারন হজ্ব হলো বিশ্ব মুসলমানদের ঐক্য সেতু ৷ তবে আমাদের দেশের গ্রামের মসজিদগুলিতে জুম্মার খুৎবাতেও New World Order এর চক্রান্তগুলি বিস্তারিত খুলে খুলে বলে জনগণদের সক্রিয় ভূমিকা পালনের দিকে ডাক দিতে হবে, যেটি ইমাম সৈয়দ আলী খামেনাঈ বার বার বলছেন।

تبصرہ ارسال

You are replying to: .