۱۴ اردیبهشت ۱۴۰۳ |۲۴ شوال ۱۴۴۵ | May 3, 2024
ইসলাম স্বমহিমায় ফিরে আসতে চায়ছে
ইসলাম স্বমহিমায় ফিরে আসতে চায়ছে

হাওজা / মুসলমানদের উপরে নানান ধরনের ছোট বড় জুলুম, মসজিদ বা ধর্ম প্রতিষ্টান ভেঙে দেওয়া ...এগুলি যে ঘটছে, সবই একটি নতুন ইঙ্গিত বহন করছে ৷ আর সেই ইঙ্গিতটি হলো ইসলাম তার স্বমহিমায় ফিরে আসতে চায়ছে ৷

মুস্তাক আহমদ

বিশ্ব ব্যাপী নবী (সঃ)এর বিরুদ্ধে কুমন্তব্য, মুসলমানদের উপরে নানান ধরনের ছোট বড় জুলুম, মসজিদ বা ধর্ম প্রতিষ্টান ভেঙে দেওয়া ...এগুলি যে ঘটছে, সবই একটি নতুন ইঙ্গিত বহন করছে ৷ আর সেই ইঙ্গিতটি হলো ইসলাম তার স্বমহিমায় ফিরে আসতে চায়ছে ৷

১৪০০ বছর পূর্বেই আল্লাহর হাবিব হযরত মুহাম্মাদ (সঃ) গাদীরে খুমের ময়দানে এক লাখ চব্বিশ হাজার সাহাবীদের সম্মুখে দ্বীন ইসলামকে তাঁর আহলে বাইতের নিকট অর্থাৎ হযরত আলী (আঃ) হস্ত মোবারকে অর্পন করে যান ৷

কিন্তু দুঃখের বিষয় নবীপাক চলে যেতে না যেতেই তা হতে দেওয়া হয়নি ৷ ক্ষমতায় যারা আসেন তারা কেউ নবী সঃ মনোনীত ছিলেন না ৷ পর্যায়ক্রমে দ্বীন ইসলাম ও ইসলামের নবীর পরিচয় বিকৃত হয়ে মানুষের নিকট পৌঁছেতে থাকে ৷ নবীর নামে অপবাদ মিথ্যা হাদিসও রচনা হয় এবং প্রচার হতে থাকে ৷

নবী সঃএর আহলে বাইতের বাইরে রাজনৈতিক পরিমন্ডলে যে বিকৃত ইসলাম ১৪০০ বছর ধরে প্রচার হয়ে আসছে ...সেটাই আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছি ৷

মনে রাখতে হবে ...এটা পূর্ণঙ্গ ইসলাম নয়, আরো মনে রাখতে হবে এটা নবী সঃএর আনিত অক্ষত ইসলাম নয় ৷

অমুসলিমরা যে বঞ্ছনা যে গঞ্জনা দিচ্ছে ...এটা সহ্য না হলেও মনে রাখবেন এটা আপনার পূর্ব পুরুষদের কৃতকর্মের ফল ৷

১৪০০ বছর ধরে নবীপাকের আহলে বাইতের উপরে যে অত্যাচার জুলুম করেছেন আপনারা ...সেটাই আজ ফিরে আসছে কৃতকর্মের প্রাপ্তি হিসাবে,

বক্তব্য ও হাদিসের মাধ্যমে দ্বীনের সম্মানিত নবী সঃকে আপনারা বিকৃত করে যেভাবে তুলে ধরে আসছিলেন ....সেটাই আজ আপনাকে রির্টান করছে ৷ ঘটে যাওয়া ঘটনাগুলি আপনাকে আপনার বিবেকের সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে ৷ আপনার বিচক্ষনতা আপনাকে ভাবাতে চায়ছে ৷ কিন্তু আপনি ভাবতে পারছে না, কারন আপনি তাদের দ্বারা প্রভাবিত যারা ক্ষমতাধর ৷ কারন আপনার লোভ আপনার হিংসা আপনাকে আপনার আত্ম সমীক্ষা করতে দিচ্ছে না ৷

নবীপাক (সঃ)-এর আহলে বাইতের প্রেম মহব্বতের নূরে নিজেকে পরিশুদ্ধ করতে পারেন নি ৷

নবীপাকের হকিকতে তাঁর মারেফত মোতাবেক সমাজে উপস্থাপনা করেন নি ৷ একজন সাধারন মানুষ হিসাবে তুলে ধরেছেন ৷ ......এটা আপনার ধৃষ্টতা ৷ আপনার চরম অপরাধ ৷

তবে এখনো সময় আছে ৷ আগামী প্রজন্মকে ...আহলে বাইতের আলোকে সঠিক ইসলামের পরিচয় তুলে ধরুন ৷ সফর করুন ৷

تبصرہ ارسال

You are replying to: .