۱۶ آذر ۱۴۰۳ |۴ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 6, 2024
ইহুদীবাদী ইজরাঈল
ইহুদীবাদী ইজরাঈল

হওজা / ইজরাঈলের অবৈধ প্রচেষ্টার একটি শয়তানী কৌশল হলঃ ধর্মীয় সুড়সুড়ি দিয়ে বিশ্বে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা ৷

মুস্তাক আহমদ

ইহুদীবাদী ইজরাঈল বিশ্বব্যাপী একছত্র দখল করার আপ্রান প্রচেষ্টায় আছে, — সেই অবৈধ প্রচেষ্টার একটি শয়তানী কৌশল হলঃ ধর্মীয় সুড়সুড়ি দিয়ে বিশ্বে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা ৷

নূপূর শর্মা'কে নিয়ে বর্তমানে গোটা বিশ্ব যা করা হচ্ছে তাহলো ইহুদীবাদী ইজরাঈলের নোংরা খেলা, এতে আমেরিকাও নিবিড়ভাবে জড়িত ৷

ইউক্রেন'কে নাচিয়েছে জায়োনিষ্ট ইহুদী ৷ রাশিয়া বাধ্য হয়েছে যুদ্ধ নামতে ৷

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পূর্ণ ইহুদীবাদী ইজরাঈল জায়োনিষ্ট নোংরা খেলা ৷

ঠিক এভাবেই উপমহাদেশে যুদ্ধ বাঁধানো হচ্ছে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে ৷

তবে উপমহাদেশে পরিস্থিতি যেদিকে যাচ্ছে ..তাতে মনে হচ্ছে ভারতের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের একটি যুদ্ধ ঘোষণা ৷ এই নাটকীয় মুহুর্ত সৃষ্টি করেছে আমেরিকা ও জায়োনিষ্ট ইহুদীরা ৷

এটা মনে রাখা দরকার ডলারের দাদাগিরি, ডলারের চোখ রাঙানির দিন শেষ, কিন্তু এটাকে হজম করা সহজ ব্যাপার নয় ৷ উপমহাদেশের উপরে আমেরিকার দাদাগিরি শেষ ৷

ইহুদীবাদী ইজরাঈল সেটা সহজে হতে দেবে না, তাই ডলারের দাদাগিরি ধরে রাখার জন্য উপমহাদেশে বর্তমানে যে নোংরা খেলায় মেতে উঠেছে, সেটা হলোঃ হযরত আয়েশার বিবাহর বয়স সংক্রান্ত বিষয় নিয়ে মুসলমানদের উত্তেজিত করে হিন্দু মুসলমানদের মধ্যে ধর্মীয় যুদ্ধ লাগানো ৷ আর এই যুদ্ধের মাধ্যমে ঘোলা জলে মাছ ধরা ৷

মূলত ডলারের পতন রোধ করতেই ইজরাঈলের এই নোংরা খেলা শুরু ৷ ধর্মীয় সুড়সুড়ি দিয়ে নিজেদের পতন রোধ করার অপপ্রয়াস ৷

আগামীতে উপমহাদেশে আমরা যুদ্ধের দিকে এগুচ্ছি কি এটাই ভাবার বিষয় ৷

যেভাবে পরিস্থিতিকে সৃষ্টি করা হচ্ছে তাতে তো সেটাই মনে হচ্ছে, তবে আমাদের মুসলমানদের আরো সতর্ক হবার দরকার আছে, সহজে উত্তেজিত না হওয়া বুদ্ধিমানের কাজ ৷

দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।

تبصرہ ارسال

You are replying to: .