۱۴ اردیبهشت ۱۴۰۳ |۲۴ شوال ۱۴۴۵ | May 3, 2024
News ID: 381462
15 جون 2022 - 09:40
মুহাম্মদ
মুস্তাক আহমদ

হাওজা / হযরত মুহাম্মাদ (সঃ)কে যদি প্রশ্ন করা হয়, আপনি যে খেলাফতি নিজাম রেখে গেছেন তা ভিন্ন রকম কেন ??

মুস্তাক আহমদ

বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সঃ)কে যদি প্রশ্ন করা হয়, আপনি যে খেলাফতি নিজাম রেখে গেছেন তা ভিন্ন রকম কেন ??

আপনার চলে যাবার পরে হযরত আবু বকর খলিফা হন, সকিফা হলে হযরত আবু বকরকে নির্বাচিত করা হয় ৷

হযরত আবু বকরের পরে খলিফা হলেন হযরত উমার ৷ তিনি কিন্তু একক আবু বকর মনোনীত খলিফা ৷

এরপর খলিফা হন হযরত উসমান ৷ তিনি খলিফা হন ছ'জন প্রতিনিধি দ্বারা ৷ দ্বিতীয় খলিফা হযরত উমার মৃত্যুকালীন সময় ছ'জনের কমিটি গঠন করেন ৷ সেই কমিটি দ্বারা তৃতীয় খলিফা নির্বাচিত হন উসমান সাহেব ৷

এরপর খলিফা হন হযরত আলী, হযরত আলী খলিফা হন মদিনার মানুষ দ্বারা ৷

চার খলিফা চার রকম ভাবে খলিফা হলেন ৷

এখন প্রশ্ন হলঃ নবী (সঃ)-এর রীতি নীতি কোন টি ?? অর্থাৎ সরাসরি প্রশ্ন হল মুসলমানদের খলিফা যত জন হয়েছেন তারা সবাই ভিন্ন উপায়ে খলিফা হয়েছেন ৷

এখানে প্রশ্ন উঠছে...চারজন খলিফা হবার চার প্রদ্ধতিটি র মধ্যে নবীর সুন্নাত কোনটি ??

আপনি যদি বলেনঃ সব প্রদ্ধতিটিই নবীর সুন্নাত, ...তাহলেও নবী সঃকে অপমান করা হবে ৷

আবার যদি কোন এক প্রদ্ধতিটিকে নবীর সুন্নাত বলেন তাহলেও নবীকে অপমান করা হবে ৷

এখানে নবীপাকের অপমান নিরাসনে আমাদের করনীয় কী ?

ছিলেন বিশ্বের সর্বাধিক সম্মানিত ব্যক্তিত্ব ৷ তাঁর কর্মে না আছে ত্রুটি না আছে ভুল ৷

যদি বলা হয়

দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।

تبصرہ ارسال

You are replying to: .