۷ اردیبهشت ۱۴۰۳ |۱۷ شوال ۱۴۴۵ | Apr 26, 2024
হুজ্জাতুল ইসলাম শেখ মুহাম্মাদ আলী নাজাফী
হুজ্জাতুল ইসলাম শেখ মুহাম্মাদ আলী নাজাফী

হাওজা / মরহুম ছিলেন এই মহান মাদ্রাসার অন্যতম প্রবীণ শিক্ষক এবং তাঁর প্রত্যেক ছাত্রই তাঁর পিতৃস্নেহ দ্বারা উপকৃত হতেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী নিজেদেরকে তাঁর ছাত্র বলে গর্বিত।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, অত্যন্ত দুঃখজনক সংবাদ, ইমাম আমির আল-মুমিনীন বিশ্ববিদ্যালয়ের অন্যতম শিক্ষক হুজ্জাতুল ইসলাম জনাব শেখ মুহাম্মাদ আলী নাজাফী ইন্তেকাল করেছেন।

মরহুম ছিলেন এই মহান মাদ্রাসার অন্যতম প্রবীণ শিক্ষক এবং তাঁর প্রত্যেক ছাত্রই তাঁর পিতৃস্নেহ দ্বারা উপকৃত হতেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী নিজেদেরকে তাঁর ছাত্র বলে গর্বিত।

শিক্ষক শেখ নাজাফী, পঁয়ত্রিশ বছরেরও বেশি সময় ধরে ছাত্রদের ব্যক্তিত্ব গড়ে তোলার জন্য কাজ করেছেন। আজকে আমরা সবাই অনুভব করি যে আমরা যা কিছু আছি তাতে ওস্তাদ নাজাফীর বড় অবদান রয়েছে। দ্বীনের এই মহান আলেম ও নিঃস্বার্থ সেবকের ইন্তেকালে আমরা হযরত ওয়ালী আসর আজ্জিল ফারাজাহুশ শরীফের খেদমতে সমবেদনা জানাচ্ছি।

একইভাবে আমরা তাঁর সকল আত্মীয়স্বজন, বিশেষ করে তাঁর সন্তান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও সকল ছাত্র-ছাত্রীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং তাদের দুঃখে নিজেদেরকে সমান অংশীদার মনে করছি।

আঞ্জুমান-ই-মোহিব্বানে আলে ইয়াসীন (আ.)

কুম প্রবাসী ইমাম আমীরুল মুমিনীন বিশ্ববিদ্যালয়ের (আ.) (নাজাফি হাউস) এর ছাত্রবৃন্দ

تبصرہ ارسال

You are replying to: .