۳۱ فروردین ۱۴۰۳ |۱۰ شوال ۱۴۴۵ | Apr 19, 2024
News ID: 382141
7 جولائی 2022 - 12:05
সত্য
'সত্য' কি

হাওজা / 'সত্য' কি বা 'সত্য' কাকে বলে ? এই প্রশ্নের জবাব পেতে গেলে অবশ্যই পবিত্র কোরআন ও নবীপাক (সঃ) আদেশ নির্দেশ জ্ঞাত হতে হবে ৷

মুস্তাক আহমদ

হযরত আলী (আঃ) বললেন, "যারা সত্য পরিহার করেছে তাদের না চেনা পর্যন্ত তোমরা সত্য জানতে পারবে না।"

এখন প্রশ্ন এসে যায় 'সত্য' কি বা 'সত্য' কাকে বলে ? এই প্রশ্নের জবাব পেতে গেলে অবশ্যই পবিত্র কোরআন ও নবীপাক (সঃ) আদেশ নির্দেশ জ্ঞাত হতে হবে ৷

একদা নবী (সঃ) মিথ্যুক নাজরান খ্রীষ্টানদের বিরুদ্ধে সত্যের জীবন্ত রূপ তুলে ধরতে 'মোবাহেলা'র অভিযান করে সত্যেবাদী বা মূলত সত্যের উজ্বল পরিচিতি ঘটালেন, যাতে কিয়ামত পর্যন্ত 'সত্য'কে বুঝতে সক্ষম হন ৷

এ প্রসঙ্গে আল্লাহর হাবিব (সঃ) মোবাহেলায় কোরআনের নির্দেশে সত্যবাদী হিসাবে হযরত আলী, ফাতিমা, হাসান ও হুসাইন (আঃ)গণদের নিয়ে গিয়েছিলেন ৷ এমন কি এই সত্যবাদীগন যাদের বিরুদ্ধে থাকবেন তারা ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি, তারা বাতিল বলে গন্য হবে ৷

কিন্তু নবী (সঃ) চলে যাবার পরপরই সমস্যা প্রকট হয়ে দেখা গেলো ৷ সত্য ও মিথ্যার মিশ্রনে মদিনা ও আরব দুনিয়ায় দেখা গেলো যুদ্ধ আর যুদ্ধ ৷ জামাল, সিফফিন, নাহরান ইত্যাদি যুদ্ধে মানুষের অবস্থা হয়ে উঠলো মরিয়া ৷

এজন্যই মওলা আঃ বললেনঃ "যারা সত্য পরিহার করেছে তাদের না চেনা পর্যন্ত তোমরা সত্য জানতে পারবে না।"

সত্য কারা পরিহার করেছিল আসুন 'উমর ফারুক' নামক একটি কবিতায়

কাজী নজরুল ইসলামের কিছু লাইন পড়ে জেনে নিই কারা সত্য পরিহার করেছে ৷

নজরুল ইসলাম লিখছেনঃ

"ধরাধাম ছাড়ি শেষ নবী যবে করিল মহাপ্রয়াণ,

কে হবে খলিফা হয়নি তখনও কলহের অবসান।

নবী নন্দিনী বিবি ফাতেমার ঘরে আসিয়া সবে

করিতে লাগিল জটলা, ইহার পরে কে খলিফা হবে?

বজ্র কন্ঠে তুমিই (উমর) সে দিন বলিতে পারিয়াছিলে!

নবী সূতা! তব মহল জ্বালাবো এ সভা ভেঙে না দিলে।"

এখানে হযরত ফাতিমা (আঃ) হলেন 'সত্যের মানদন্ড' ৷ কারণ তিনি মিথ্যুক খ্রীষ্টানদের বিরুদ্ধে সত্যবাদী হিসাবে মোবাহেলা করতে গিয়েছিলেন ৷ আর সেই ফাতিমা (আঃ)-এর গৃহে যারা আগুন পর্যন্ত জ্বালাতে আসে , তারা অবশ্যই সত্যকে ত্যাগ করেছেন ৷

আগুন নিয়ে যে খেলা দেখিয়েছেন ৷ তা দিয়ে 'সত্য' পরিত্যাগী হিসাবে যার যাতে আমাদের পরিচয় কাজী নজরুল ইসলাম করিয়ে দিচ্ছেন, তিনি নবী প্রেমিক দাবী করলেও আসলেই নবী প্রেমিক নন, তিনি আল্লাহ প্রেমিক দাবী করলেও তা নন ৷

অর্থাৎ সত্য ও মিথ্যা মিশ্রনটি তখনই হয়ে গিয়েছিলো, আর এজন্য ইসলামী সমাজ বিষাক্ত হয়ে ঊঠেছিল ৷

সে বিষাক্ত সমাজে আবার মুক্তির দিশা দিলেন মওলা আলি আঃ ৷ তিনি বললেনঃ "যারা সত্য পরিহার করেছে তাদের না চেনা পর্যন্ত তোমরা সত্য জানতে পারবে না।"

দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হাওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।

تبصرہ ارسال

You are replying to: .