۱۸ اردیبهشت ۱۴۰۳ |۲۸ شوال ۱۴۴۵ | May 7, 2024
ঈদ-উল-আকবর
ঈদ-উল-আকবর

হাওজা / ঈদ-উল-আকবর ঈদ এ গাদীর উপলক্ষ্যে কুইজ প্রতিযোগীতায় প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন ঢোলাহাট থানার চন্ডিপুর গ্রামের মা বোনেরা ৷

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নূরুল ইসলাম একাডেমী'র উদ্যোগে, রেনেসা পাবলিশারের সহযোগিতায় গত ১৩-ই জুলাই বুধবার ২০২২, দক্ষিণ ২৪ পরগণার উদযাপিত হলো শিশুদের রঙ ভরো প্রতিযোগিতা ও বড়োদের কুইজ প্রতিযোগিতা ৷

ঈদ-উল-আকবর ঈদ এ গাদীর উপলক্ষ্যে কুইজ প্রতিযোগীতায় প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন ঢোলাহাট থানার চন্ডিপুর গ্রামের মা বোনেরা ৷ সাথে স্কুল পড়ুয়া শিশুরা এসেছিল রঙ ভরো প্রতিযোগিতায় অংশগ্রহন করতে ৷

ঐতিহাসিক গাদীরে খুমের বাস্তবতা ও প্রশ্ন উত্তরে গাদীরের ঘটনাসহ ফজিলত তুলে ধরা হয় ৷

খুশি ও আনন্দের বহিঃপ্রকাশের মাধ্যমে প্রতিযোগীরা এই মহতি অনুষ্টানে নিজেদের প্রকাশ করেন৷

অনুষ্টানে সহকারী সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন মওলানা মকাব্বির হাসান খান, সত্যের পথে পত্রিকার সম্পাদক মুস্তাক আহমদ, পার্শ্ববর্তী গ্রাম হাচকি থেকে সহযোগিতা করতে এসেছিলেন জনাব আনসার আলী হালদার সাহেব ৷

সমগ্র অনুষ্টানটির মূখ্য আয়োজনে ছিলেন নূরুল ইসলাম একাডেমির প্রেসিডেন্ট ইরানের কোম বিশ্ববিদ্যালয়ে পাঠরত) ড. মওলানা রিজওয়ান সালাম খান ৷

تبصرہ ارسال

You are replying to: .