হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বিহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদীসটি নিম্নরূপ:
মহানবী (স.) বলেছেন:
مَثَلُ عَلِیٍّ فِیکُم ـ فِی هذِهِ الأُمَّةِ ـ کَمَثَلِ الْکَعْبَةِ الْمَسْتُورَةِ، النَّظَرُ اِلَیها عِبادَةٌ وَالْحَجُّ اِلَیها فَرِیضَة
মহানবী (সা.) বলেছেন:
হযরত আলীর উদাহরণ তোমাদের মাঝে লুকানো কাবার মত যার দিকে তাকানো ইবাদত আর যার ওপর হজ ফরজ।
বিহারুল-আনওয়ার, খ. ৩৮, পৃ.১৯৯