হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, "আহলে বাইত ও জেলা সফর".......এর উদ্যোগে আমরা এসেছি আজ (২০-০৭-২০২২) পশ্চিবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত মেমরী স্টেশন থেকে নেমে ২০ কিলোমিটার ভিতরে কুসুম গ্রামে ৷
এখানে এসেছি "গাদীরে খুমের বার্তা" নিয়ে ৷ আল্লাহর দরবারে শুকুরগুজার যে, এই বার্তাটির পয়গম নিয়ে এসেছি ৷ তবে কুসুম গ্রামটি বেশ বড় ৷
এখানে বেশকিছু পরিবার আহলে বাইতের মর্যাদার কথা শুনেছেন, তবে ফকিরি গানের মাধ্যমে বা কাওয়ালীর মাধ্যমে ৷
খাজাবার ভক্ত এমন কিছু মানুষও আজকের আলোচনা সভাতে এসেছিলেন ৷
উনারা কারবালার কথা জানেন, কিন্তু গাদীরের কথা, বেলায়তের গুরুত্ব জানেন না ৷ এজন্য আমরা বিশেষ উদ্যোগে ছুটে এসেছি ৷
আমরা তুলে ধরলাম, ঈদুল আকবর ঈদে গাদীরের পয়গম ৷ আলোচনার মাধ্যমে তুলে ধরতেই উপস্থিত মানুষ সন্তুষ্ট প্রকাশ করলেন ৷
১৮-ই জিলহজ গাদীর দিবসের ফজিলতসহ এদিনের ঐতিহাসিক বর্ণনায় আমরা দু'জন উপস্থিত কিছু মানুষের সম্মুখে তুলে ধরি, আমি অধম মুস্তাক আহমদ, আর মওলানা মুকাব্বির হাসান খান সাহেব ৷
উপস্থিত ছিলেন প্রায় ৩৫/৪০ জন মানুষ ৷
পরিশেষে উপহার হিসাবে উপস্থিত সকল মানুষের হাতে "বেলায়তের জ্যোতি" পত্রিকাটি ও গাদীরের স্টিকার তুলে দেওয়া হয় ৷
এই অনুষ্টানের দায়িত্বে ও আয়োজনে ছিলেনঃ ভাই আলমঙ্গীর সাহেব, তার হাতেও 'জান্নাতের চাবি, গুলিস্তানে আমিরুল মুমেনিন, আল মুরাজায়াতসহ বেশকিছু বই উপহার হিসাবে তুলে দেওয়া হয়৷
আলহামদোলিল্লাহ ! আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া !!