۴ آذر ۱۴۰۳ |۲۲ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 24, 2024
ইমাম মুহাম্মাদ তাকী (আঃ)
ইমাম মুহাম্মাদ তাকী (আঃ)

হাওজা / মানুষের নিজের পাপ কম হয় না সে অন্যের পাপের প্রশংসা করে এবং তার পাপের অংশীদার হয়ে নিজের পাপের বোঝা বাড়ায়।

হাসান রেজা

হযরত ইমাম মুহাম্মাদ তাকী (আঃ) বলেনঃ

مَنِ اسْتَحْسَنَ قَبیحاً كانَ شَریكاً فیهِ۔

যে ব্যক্তি কারো মন্দ কাজের প্রশংসা করে সে সেই কাজে অংশীদার।

:সংক্ষিপ্ত ব্যাখ্যা

প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব একজন ভালো মানুষের গুণাবলীকে উপলব্ধি করা এবং তার খারাপ গুণগুলো দূর করার চেষ্টা করা।

কিন্তু সমাজে এমন কিছু লোকও পাওয়া যায় যারা অন্যের খারাপ কাজের প্রশংসা করে এবং নিজের খারাপ কাজকে ভালো বলে বর্ণনা করে।

যে ব্যক্তি কারো মন্দ কাজের প্রশংসা করে সে সেই মন্দ ও তার পাপের সমান অংশীদার হয় এবং শাস্তির যোগ্য হয়।

নিজের পাপ কম হয় না সে অন্যের পাপের প্রশংসা করে এবং তার পাপের অংশীদার হয়ে নিজের পাপের বোঝা বাড়ায়।

তাই কোনো ব্যক্তি কারো মন্দ কাজের প্রশংসা করা উচিত নয় বরং এমন ব্যক্তিকে মন্দ কাজ থেকে বিরত রাখা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ।

(কাশ্ফুল-গুম্মাহ, খণ্ড ২, পৃ. ৯৩৪)

تبصرہ ارسال

You are replying to: .