মুস্তাক আহমদ
হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, "আহলে বাইত ও জেলা সফর" উদ্যোগে পূর্ব বর্ধমানের মেমরী কুসুমগ্রামে আজ খুব সফলতার সহিত মজলিশ ও মাসায়েব সম্পন্ন হয় ৷ এই প্রথম এখানে মহররমের মজলিশ হলো ৷
পশ্চিমবঙ্গের এক জেলার নাম পূর্ব বর্ধমান ৷ যেখানে আমরা কিছু দিন আগে গাদীরে খুমের বার্তা নিয়ে সর্ব প্রথম পৌঁছে ছিলাম ৷
ঐদিন গাদীরের অনুষ্টানে বেশকিছু মানুষ উপস্থিত ছিলেন ৷ তাদের সামনেই আমরা আবেদন রেখেছিলাম যে, আগামী মহররমের দশদিন এক মওলানা রাখবেন ?? তাহলে আমরা এক মওলানাকে এখানে পাঠানো হবে, যিনি আপনাদের এলাকায় আহলে বাইতের ফজিলত পড়বেন ৷
এবং মওলানা এলে তিনি কারবালার পয়গম ও ইমাম হুসাইন আঃ এর ফজিলত তুলে ধরতে পারবেন - তা শুনে আপনারা আরো বেশী বেশী জ্ঞাত হতে পারবেন ৷
তখন তারা রাজী হয়েছিলেন ৷ সেই সূত্র অনুসারে ঐ কূসুমগ্রামে হুজ্জাতুল ইসলাম মওলানা আবদিন সাহেবকে পাঠানো হয়েছে ৷
আজ প্রথম মজলিশ ও মাসায়েবের আয়োজন করা হয় ৷
রির্পোট অনুসারে আজ ওখানে নারী পুরুষ শিশু কিশোর সব মিলিয়ে প্রায় ১০০ জন মজলিশে বসেছিলেন ৷ যদি বৃষ্টি এসেছিল ৷ আশা করা যায় বাকি মজলিশগুলিতে আরো মানুষ আসবেন ৷
আমাদের আপ্রান সহযোগিতা আছে উনাদের সাথে ৷ দোয়া করি কুসুমগ্রাম জেগে উঠুক ৷
আমরা আগামীতে এভাবে এই বাংলার বিভিন্ন জেলার গ্রামে গ্রামে বার্তা নিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ, যাতে বাংলার প্রতিটি গ্রাম শহর আহলে বাইতের আলো জ্বলে উঠে ৷