۱۴ اردیبهشت ۱۴۰۳ |۲۴ شوال ۱۴۴۵ | May 3, 2024
মাওলনা মাসুম আলী গাজী নাজাফী
মাওলনা মাসুম আলী গাজী নাজাফী

হাওজা / ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেছেন : "এক বছর পর্যন্ত দিবারাত্রে ইমাম হোসায়েন (আঃ)-এর জন্য নওহা পাঠ করা হয়েছে এবং শাহাদাতের দিন থেকে নিয়ে তিন বছর পর্যন্ত ওই শোক অব্যাহত ছিল।

হুজ্জাতুল ইসলাম মাওলনা মাসুম আলী গাজী নাজাফী

عَنْ الصَّادِقِ عَلَیْهِ السَّلاٰم : نِیْحَ عَلَی الْحسین بْنِ عَلِیِّ سَنَة فِیْ کُلِّ یَوْمٍ وَلَیْلَةٍ وَثَلاٰثَ سِنِیْنَ مِنَ الْیَوْمِ الَّذِیْ اُصِیْبُ فِيْهِ

ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেছেন : "এক বছর পর্যন্ত দিবারাত্রে ইমাম হোসায়েন (আঃ)-এর জন্য নওহা পাঠ করা হয়েছে এবং শাহাদাতের দিন থেকে নিয়ে তিন বছর পর্যন্ত ওই শোক অব্যাহত ছিল।"

উল্লেখিত হাদীসের আলোকে ইমাম (আঃ) বর্ণনা করতে চাইছেন যে, নওহা পাঠ ও মাতম করা আজ থেকে শুরু হয়নি বরং শাহাদাতের পরপরই শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যাতে মানুষ এটা মনে না করে যে, আযাদারী ও বিলাপ হল পরবর্তী আবিষ্কার। আর এর ভিত্তি স্থাপন করেছেন স্বয়ং আহলেবায়েত (আঃ)।

تبصرہ ارسال

You are replying to: .