হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
قاَلَ الْحسین عَلَیْهِ السَّلاٰمُ : مَنْ دَمِعَتْ وَعَیْنَاہُ فِیْنَا قَطَرَة بَوَّاہُ اللّٰهُ عَزَّ وَجَلَّ الْجَنَّةَ
ইমাম হোসায়েন বিন আলী (আঃ) বলেছেন : "যে ব্যক্তি আমাদের শোকে শোকাহত হয়ে এক ফোঁটা অশ্রু প্রবাহিত করবে, (তার পরিবর্তে) মহান আল্লাহ তাকে জান্নাত দান করবেন।"
উল্লেখিত হাদীসে বর্ণনা করা হয়েছে যে, ইমাম হোসায়েন (আঃ)-এর দুঃখে এক ফোটা অশ্রু ঝরানো ব্যক্তির পুরস্কার হল জান্নাত। এর মধ্যে সন্দেহের কোন অবকাশ নেই যে, ইমাম হোসায়েন (আঃ)-এর দুঃখে অশ্রু ঝরানোর জন্য আপনাকে অনেক সওয়াব প্রদান করা হয়। কিন্তু মনে রাখবেন! মহান আল্লাহ তাআলা বিশুদ্ধ ও আন্তরিকতার সাথে পালন করা শোক'কেই পছন্দ করেন। লৌকিকতা ও কপটতা এগুলো সওয়াবকে ধ্বংস করে দেয়। আজও আমাদের সমাজে, মহার্রাম এর দশমীর দিন যদি কেউ মৃত্যুবরণ করে তাকে দাফন তো করা হয় তবে মহার্রাম এর দশমীর পর তার ফাতিহা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অর্থাৎ মানুষ নিজের দুঃখের উপর ইমাম হোসায়েন (আঃ)-এর দুঃখ'কে প্রাধান্য দেয়।