হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, তালেবানের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, শনিবার কাবুলের খায়রখানা এলাকায় মাওলানা জালালুদ্দিন বলখি স্কুলের সামনে বিস্ফোরণ ঘটে।
তিনি বলেন, স্কুল ছুটির কয়েক মিনিট আগে রাস্তার ধারে এই বোমা বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে এই বোমা বিস্ফোরণে দুজন আহত হয়েছেন বলে কিছু খবরে জানা গেছে। বলা হচ্ছে, বিস্ফোরণের পর শিশুদের পরিবারের ভিড় স্কুলের দিকে আসতে শুরু করলেও সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় স্কুলের গেট বন্ধ করে দেয় স্কুল প্রশাসন।
উল্লেখ্য, শুক্রবার কাবুলের পশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি শিক্ষাকেন্দ্রে বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ৩৫ জন শহীদ ও ৪০ জন আহত হন।
কাবুলের কাজ শিক্ষাকেন্দ্রে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে আফগানিস্তানের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ এই হামলার নিন্দা করেছে ।