۱۴ اردیبهشت ۱۴۰۳ |۲۴ شوال ۱۴۴۵ | May 3, 2024
সীমান্তপথ দিয়ে ভারত যাওয়ার চেষ্টা
সীমান্তপথ দিয়ে ভারত যাওয়ার চেষ্টা

হাওজা / কুমিল্লায় সীমান্তপথে অবৈধভাবে ভারত যাওয়ার সময় ১৬ জন শিশুসহ ৩০ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জেলার বুড়িচং উপজেলার ভারত সীমান্তবর্তী খাড়েরা এলাকা থেকে স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বুড়িচং থানা পুলিশের নিকট সোপর্দ করে। রাতে পুলিশের ব্যবস্থাপনায় তাদেরকে একটি বাসে করে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। বুড়িচং থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

বিজিবি জানায়, একদল রোহিঙ্গা সীমান্তপথে বুধবার রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় খাড়েরা বিজিবি ক্যাম্পের একটি টহল দল ৩০ জন রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের বুড়িচং থানা পুলিশের নিকট হস্তান্তর করে। আটকদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী ও ১৬ জন শিশু রয়েছে। তারা কক্সবাজারের টেকনাফের কুতুপালং ট্রানজিট ক্যাম্পের ৫টি পরিবারের সদস্য।

বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবদুল খালেক জানান, ভালো উপার্জনের প্রলোভন দেখিয়ে একটি মানব পাচারকারী দালাল চক্রের সহায়তায় কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। এ চক্রটির মাধ্যমে এর আগেও ওই ক্যাম্প থেকে বেশ কিছু রোহিঙ্গা ভারতে চলে গেছে বলে জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানিয়েছে।

تبصرہ ارسال

You are replying to: .