হাওজা নিউজ বাংলা: পশ্চিমবঙ্গ শিয়াদের উন্নতি প্রকল্পে কী করা দরকার?
হুজ্জাতুল ইসলাম মাওলানা ফিরোজ হুসাইন জায়দী: সালামুন আলাইকুম সর্ব প্রথম আমি হাওজা নিউজ বাংলাএবং তার সমস্ত মেম্বারদের ধন্যবাদ জানাই যারা শুধুমাত্র শিয়া সম্প্রদায়েরই খবর নয় বরং সমস্ত মুসলিম জাতীর বিভিন্ন খবর এখানে তুলে ধরছেন।
এছাড়া হাওজা নিউজ যে ভাবে কাজ করছে খুবই প্রশংসনীয় কারণ আমি দেখছি হাওজা নিউজ পৃথিবীর যেখানে যেখানে শিয়া সম্প্রদায়ের মানুষ আছেন সেখানকার সমস্ত ধরনের অনুষ্ঠান মজলিস হোক বা মাহফিল বা অন্যান্য অনুষ্ঠান সেগুলো খবরের মাধ্যমে জানতে পারছি।
আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর এই ভাবে দেওয়া যায় প্রথমত শিয়াদের উন্নতির জন্য শুধুমাত্র শিয়া হওয়া যথেষ্ট নয় বরং আমি কেন শিয়া হলাম যখন এই জিনিসটা জানতে পারবে বা আহলে বাইত (আ:) এর ভালোবাসা তার অন্তরে স্থান করে নেবে, তখন সে শিয়া জাতীর উন্নতির জন্য কাজ করবে। বর্তমান সময়ে আপনারা জানেন উত্তর ২৪ পরগনাহ ছাড়া আরো অন্যান্য জায়গার লোকেরা আহলে বাইত (আ:) এর শিক্ষা অধ্যায়ন করে সঠিক পথের দিকে আসছে এবং তারা ভালোভাবে জানেন যে আমরা এই পথে কেন আসলাম।
দ্বিতীয়ত : আয়াতুল্লাহ খামেনায়ী সাহেবের কথা অনুযায়ী ‘দিন শেনাস বাশিদ’ কারণ আপনি যে ধর্মের মানুষ সেই ধর্ম সম্পর্কে যদি আপনার কোনো জ্ঞান না থাকে তাহলে যেকোনো মানুষ আপনাকে বোকা বানাতে পারবে, কিন্তু জ্ঞান না রেখে যদি শুধুমাত্র তাকওয়া পারহেজগারী অর্জন করেন তাহলে কোনো লাভ হবে না, বরং আপনার এই কাজটা দিনের বিপরীতেও যেতে পারে কারণ আপনার দ্বীন আপনি নিজেই জানেন না তাহলে আপনি অন্য মানুষকে কি শিক্ষা দেবেন?
তৃতীয়ত : পশ্চিম বাংলা শিয়াদের উন্নতির জন্য এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেটাকে ‘দ্বীন শেনাস’ পরিবেশ বলা যেতে পারে। তিনি আরো বলেন, দ্বীনের চর্চা রাখতে হবে কারণ দ্বীনের চর্চা না রাখলে আপনি আপনার দ্বীন ভুলে যাবেন, কাজের কাজ কিছু হবে না।