۱۷ اردیبهشت ۱۴۰۳ |۲۷ شوال ۱۴۴۵ | May 6, 2024
News ID: 385203
29 اکتوبر 2022 - 11:58
দুঃখ থেকে মুক্তির পথ
দুঃখ থেকে মুক্তির পথ

হাওজা / হযরত ইমাম জাফর সাদিক (আ.) একটি রেওয়ায়েতে শোক ও দুঃখ থেকে মুক্তির পথ নির্দেশ করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "ওয়াসায়েলুশ -শিয়া" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম সাদিক (আঃ) বলেছেন:

ما يَمنَعُ اَحَدَكُم اِذا دَخَل عَلَيهِ غَمٌّ مِن غُمُومِ الدُّنيا اَن يَتَوَضَّاَ ثُمَّ يَدخُلَ مَسجِدَهُ وَ يَركَعَ رَكعَتَينِ فَيَدعُوَ اللّه فيهِما؟ اَما سَمِعتَ اللّه يَقُولُ: «و َاستَعينوا بِالصَّبرِ وَ الصَّلاةِ»؟

যখনই তোমাদের কারো উপর কোন পার্থিব দুঃখ-কষ্ট আসে, তখন অযু করা, সেজদাহ (নামাজ) স্থানে গিয়ে দুই রাকাত নামায পড়তে ও দুআ করতে কে বাধা দেয়? তোমরা কি শোনো নি যে, মহান আল্লাহ বলেন, "আর ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর।"

(ওয়াসায়েলুশ -শিয়া, খণ্ড ৮, পৃ. ১৩৮)

تبصرہ ارسال

You are replying to: .