হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, সানন্দাজের আহলে সুন্নাত ইমাম শুক্রবার জুমার নামাজের খুতবায় বলেছেন: শাহ চেরাগে (আ.) মাজারে সন্ত্রাস ও অমানবিক কর্মকাণ্ডে তাকফিরিদের হাতে আমাদের ১৫ জন শহীদ হয়েছেন।যারা এই সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। তবে জাহেদান শহরেও অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।
সানন্দাজ শহরের ইমাম জুমা বলেন: ইসলামের শরীয়তে একজন মানুষকে হত্যা করা মহা অপরাধ ও গুনাহ।
তিনি আরও বলেন: ইসলাম শান্তি ও সম্প্রীতি ও ভালোবাসা ও দয়ার ধর্ম।ভ্রাতৃহত্যা মোটেও জায়েজ নয়, কিন্তু কিছু লোক আছে যারা ইসলামের নামে সব অপকর্ম করে।
আহলে সুন্নাহর এই ধর্মীয় আলেম আরো বলেন: ইসলাম সাম্য ও ভ্রাতৃত্বের ধর্ম। এতে কোনো রক্তপাত নেই তাই মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করল, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল।
ইরানের বিশেষজ্ঞদের সমাবেশে কুর্দিস্তান প্রদেশের প্রতিনিধি (মজলিস-ই খবরগান) বলেছেন: মানুষ এই সময়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। জনগণের সমস্যা সমাধানের জন্য সরকারকে অনুরোধ করা হচ্ছে। ইরান জাতি একটি মহৎ জাতি হওয়ায় প্রতিটি সেবাই ইবাদত হিসেবে গণ্য হয়।
সানন্দাজ শহরের ইমাম জুমা বলেন: ইতিবাচক সমালোচনা করা এবং নিজের অধিকার চাওয়া প্রতিটি মানুষের মুসলিম অধিকার।
সরকারের উচিত জনগণের ন্যায্য দাবি ও সমালোচনা শোনা এবং তাদের দমনে সব ধরনের সম্পদ ব্যবহার করা।