হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
قَالَ الرِّضَا عَلَیْهِ السَّلاٰمُ : یَا ابْنَ شَبِیْبٍ! اِنْ کُنْتَ بَاکِیاً لِشَیْئِ فَابْك لِلْحسینؑ بْنِ عَلِیِّ بْن ِاَبِیْ طَالِبٍ عَلَیْهِ السَّلاَمُ فَاِنَّهُ ذُبِحَ کَمَا یُذْبَحُ الْکَبْشُ
ইমাম রেযা (আঃ) বলেছেন : হে শাবীবের পুত্র! তুমি যদি ক্রন্দন করতে চাও তবে ইমাম হোসায়েন (আঃ)-এর জন্য ক্রন্দন কর। কারণ তাঁকে পশুর মতো জবাই করা হয়েছে।"
আজ পৃথিবীর সর্ব প্রান্তে ইমাম হোসায়েন (আঃ)-এর মজলিস অনুষ্ঠিত হচ্ছে। এটি একটি সার্বজনীন অলৌকিক ঘটনা। ঠিক যেমনভাবে মহান আল্লাহ তাআলা স্বয়ং কুরআনকে রক্ষা করেছেন, যাতে কেউ এটি বিকৃত না করতে পারে, তেমনি আহলেবায়েত (আঃ)-যিকর্ কেয়ামত পর্যন্ত করা হবে।
উল্লেখিত হাদীসে ইমাম হোসায়েন (আঃ)-এর বিভীষিকাময় শাহাদাতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তাঁকে পশুর ন্যায় নিষ্ঠুরভাবে শহীদ করা হয়েছে।