হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) নির্যাতিত ও স্বাধীন দেশগুলোর প্রতিরোধ আমেরিকার ঔদ্ধত্যকে কৌশলগত পরাজয়ের লজ্জাজনক পর্যায়ে নিয়ে এসেছে। যার প্রতিধ্বনি স্পষ্ট শোনা যাচ্ছে পশ্চিম এশিয়া নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতিতে।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জেন গ্যাভিটো তার বিবৃতিতে বলেছেন, "আমরা পশ্চিম এশিয়া থেকে সরে যাব না।" কারণ এক্ষেত্রে যে শূন্যতা তৈরি হয়েছে তাতে রাশিয়া, চীন ও ইরান লাভবান হবে, অন্যদিকে পশ্চিম এশিয়ার সঙ্গে আমেরিকার গভীর স্বার্থ রয়েছে।
আন্তর্জাতিক ভাষ্যকাররা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সহকারীর বক্তব্যকে এই অঞ্চলে আমেরিকার ধারাবাহিক পরাজয়ের অনিচ্ছাকৃত স্বীকার এবং এক ধরনের বোকামি বলে অভিহিত করছেন। আর রাশিয়া, চীন ও ইরানের কাউন্টার ডিটারেন্সই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পরাজয়ের প্রধান কারণ।