হুজ্জাতুল ইসালাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
قَالَ الرِّضَا عَلَیْهِ السَّلاٰمُ : یَابْنَ شَبِیْبٍ! إِنْ بَکَیْتَ عَلَی الْحسینؑ عَلَیْهِ السَّلَامُ حَتّیٰ تَصِیْرَ دُمُوْعُكَ عَلٰی خَدَّیْكَ غَفَرَ اللّٰهُ لَكَ کُلَّ ذَنْبٍ اَذْنَبْتَهُ صَغِیْراً کَانَ اَوْ کَبِیْراً قَلِیْلاً کَانَ اَوْ کَثِیْراً
ইমাম রেযা (আঃ) বলেছেন : "হে শাবীবের পুত্র! তুমি যদি ইমাম হোসায়েন (আঃ)-এর জন্য এত বেশি অশ্রু প্রবাহিত কর যে, অশ্রু তোমার মুখমন্ডল দিয়ে প্রবাহিত হতে থাকে। তাহলে এর বিনিময়ে মহান আল্লাহ তাআলা তোমার পাপ ক্ষমা করে দেবেন। যদিও সে পাপ ছোট হোক বা বড়, কম হোক বা বেশি।"