মুহাম্মদ মুনীর হুসাইন খান
হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, গত দুই দশকে গোটা বিশ্বের চেয়ে দ্বিগুণ হারে তাপমাত্রা বেড়েছে ইউরোপের। সম্প্রতি জাতিসংঘের এক রিপোর্টে এ তথ্য দেওয়া হয়েছে। গোটা বিশ্বেই তাপমাত্রা আগের চেয়ে বেড়েছে। তবে ইউরোপের গড় তাপমাত্রা বাকি বিশ্বের চেয়ে দ্বিগুণ হারে বেড়েছে।
শিল্পোন্নত ইউরোপ ( পশ্চিমা দেশ সমূহ ) তথাকথিত শিল্প ও প্রযুক্তি বিপ্লব ঘটিয়ে পরিবেশ ও প্রকৃতির যে অবর্ণনীয় অপূরণীয় ক্ষতি ও দূষণ করেছে তার পুরষ্কার এ সব প্রকৃতি পরিবেশ ধ্বংসকারী বস্তুবাদী জড়বাদী মুস্তাকবির ( উদ্ধত দাম্ভিক ) পাশ্চাত্য কড়ায় গন্ডায় পাবে ।
বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এই অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত অমানবিক শিল্পবিপ্লব এবং বিজ্ঞান ও প্রযুক্তির তথাকথিত উন্নয়নের অনিবার্য পরিণতি ও ফল । আর শীতল শীতপ্রধান মহাদেশ ইউরোপেই তাপমাত্রা বৃদ্ধি পৃথিবীর অন্য যে কোন স্থানের চেয়ে দ্বিগুণ বেশি এবং তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে !!! আর এ বছরের গ্রীষ্মে ইউরোপের তাপমাত্রা উত্তর আফ্রিকা ও সাহারা মরুভূমির মতো হয়েছিল !! কেন এমন হল ?
ইউরোপের সবচেয়ে বড় গর্ব তথাকথিত শিল্পবিপ্লব ও লাগামহীন শিল্পায়ন এই লাগামহীন উষ্ণায়নের কারণ । এ ধরণের শিল্পায়ন ও প্রযুক্তিগত উন্নয়ন বিশ্বকে অবশ্যই নরকের অগ্নিকুণ্ডে পরিণত করছে । দাম্ভিক বস্তুবাদী অসভ্য জানোয়ার প্রকৃতির পাশ্চাত্য নিজেদের কৃতকর্মের উপযুক্ত শাস্তি বা পুরষ্কার পাচ্ছে । এ ধরণের লাগামহীন প্রকৃতি বৈরী শিল্পায়ন ও প্রযুক্তির গতি প্রকৃতি ও স্বরূপ সংশোধন করা না হলে সমগ্র বিশ্ব আরো ভয়াবহ ও ভয়ংকর পরিণতি বরণের দিকে ধাবিত হবে ।
তাই বিশ্ববাসীকে সঠিক শিল্পায়ন ও প্রকৃতি বান্ধব প্রযুক্তির দিকে ঝুঁকতে হবে । বিংশ শতাব্দীতে তথাকথিত বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্পের বিকাশ হওয়ায় বহু বিজ্ঞানীর মনে করতেন ও বলতেন যে মানুষ আজ বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে প্রকৃতির ওপর প্রভুত্ব স্থাপন করেছে ! আরে নাদান তোরা কিছু বৈজ্ঞানিক ও প্রাযুক্তিক উন্নতির বদৌলতে প্রকৃতি ও পরিবেশ নষ্ট করে বলছিস যে আমরা প্রকৃতির ওপর কর্তৃত্ব, আধিপত্য ও প্রভুত্ব স্থাপন ও প্রতিষ্ঠা করেছি । গর্বে যেন তোরা ধরাকে সরা জ্ঞান করছিস ! প্রকৃতি ও পরিবেশ তোদের মতো কতকগুলো বস্তুবাদী নাস্তিক জাহেল গণ্ড মূর্খ লম্পটের চেয়ে অনেক অনেক বড় ও শক্তিশালী ;
তোরা প্রকৃতিকে কাবু , জয় ও পদানত করতে পারিস নি বরং প্রকৃতি তোদেরকে কাবু ও বেচারা করে দিচ্ছে। প্রকৃতির প্রতিশোধ এই বিশ্ব উষ্ণায়ন। বিশ্বে যে তাপমাত্রা বৃদ্ধি ও উষ্ণায়ন হয়েছে তার চেয়ে দ্বিগুণ উষ্ণায়ন হয়েছে ও তাপমাত্রা দ্বিগুণ বেড়েছে বিজ্ঞান ও প্রযুক্তির গর্বে অন্ধ বস্তুবাদী দাম্ভিক জাহেল ইউরোপে ।
এ সব তথাকথিত বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ এখনকার চেয়ে লক্ষ্য লক্ষ গুণ উন্নতি কেন অসীম পর্যন্ত উন্নতি করলেও প্রকৃতির ওপর কর্তৃত্ব করা তো দূরের কথা প্রকৃতির নাগাল পাবে না । অল্প বিদ্যা ভয়ংকরী ।
আসলে এ সব তথাকথিত বস্তুবাদী বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ অল্প কিছু বৈজ্ঞানিক ও প্রাযুক্তিক পরিভাষা ও কিছু সূত্র আয়ত্ত করে এবং কিছু যন্ত্রপাতি উদ্ভাবন করে যে গর্ব ও দম্ভ দেখাচ্ছে তাতে আবারও প্রমাণিত হল যে অল্প বিদ্যা সত্যিই ভয়ংকরী। প্রকৃতি বিধ্বংসী ও বৈরী শিল্প বিপ্লব ঘটিয়ে নৌচা ( আনাড়ি অপরিপক্ক ভৃত্য তুল্য ) গোছের ইউরোপ মনে করেছে যে তারা প্রকৃতি জয় করে ফেলেছে ! ভালো কথা তোরা প্রকৃতি জয় করে ফেললে প্রকৃতির ঠেলায় এবার গ্রীষ্মে কেন ইউরোপের করুণ দশা হয়েছিল ?!!!