۶ اردیبهشت ۱۴۰۳ |۱۶ شوال ۱۴۴۵ | Apr 25, 2024
পুরুষ ও মহিলা জেনে রাখুন
পুরুষ ও মহিলা জেনে রাখুন

হাওজা / হযরত মহম্মাদ (সা.) একটি রেওয়ায়েতে না-মাহরামের সাথে হাত মিলানোর গুনার দিকে ইশারা করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "সাওয়াবুল-আমাল" বই থেকে উদ্ধৃত হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

হযরত মহম্মাদ (সা.) বলেছেন:

مَنْ صَافَحَ امْرَأَةً حَرَاماً جَاءَ يَوْمَ الْقِيَامَةِ مَغْلُولًا ثُمَّ يُؤْمَرُ بِهِ إِلَى النَّارِ وَ مَنْ فَاكَهَ امْرَأَةً لَا يَمْلِكُهَا حُبِسَ بِكُلِّ كَلِمَةٍ كَلَّمَهَا فِي الدُّنْيَا أَلْفَ عَامٍ فِي النَّارِ

যে ব্যক্তি না-মাহরাম মহিলার সাথে হাত মিলাবে কিয়ামতের দিন তাকে শৃঙ্খলিত করা হবে অতঃপর তাকে আগুনের (জাহান্নামের) দিকে টেনে নিয়ে যাওয়া হবে। আর কোন না-মাহরামের সাথে বিনা প্রয়োজনে কথা বলে তাহলে তাকে দুনিয়াতে বলা প্রতিটি কথার জন্য পরকালে এক হাজার বছরের জন্য আগুনে (জাহান্নামে) রাখা হবে।

(সাওয়াবুল-আমাল, পৃ. ৩৩৪)

تبصرہ ارسال

You are replying to: .