হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "সাওয়াবুল-আমাল" বই থেকে উদ্ধৃত হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
হযরত মহম্মাদ (সা.) বলেছেন:
مَنْ صَافَحَ امْرَأَةً حَرَاماً جَاءَ يَوْمَ الْقِيَامَةِ مَغْلُولًا ثُمَّ يُؤْمَرُ بِهِ إِلَى النَّارِ وَ مَنْ فَاكَهَ امْرَأَةً لَا يَمْلِكُهَا حُبِسَ بِكُلِّ كَلِمَةٍ كَلَّمَهَا فِي الدُّنْيَا أَلْفَ عَامٍ فِي النَّارِ
যে ব্যক্তি না-মাহরাম মহিলার সাথে হাত মিলাবে কিয়ামতের দিন তাকে শৃঙ্খলিত করা হবে অতঃপর তাকে আগুনের (জাহান্নামের) দিকে টেনে নিয়ে যাওয়া হবে। আর কোন না-মাহরামের সাথে বিনা প্রয়োজনে কথা বলে তাহলে তাকে দুনিয়াতে বলা প্রতিটি কথার জন্য পরকালে এক হাজার বছরের জন্য আগুনে (জাহান্নামে) রাখা হবে।
(সাওয়াবুল-আমাল, পৃ. ৩৩৪)