হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বেহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম রেজা (আ.) বলেছেন:
لاَ تُؤَخِّرَنَّ صَلاَةً عَنْ أَوَّلِ وَقْتِهَا إِلَى آخِرِ وَقْتِهَا مِنْ غَيْرِ عِلَّةٍ عَلَيْكَ أَبَداً بِأَوَّلِ اَلْوَقْتِ
কোনো বাধ্যবাধকতা ছাড়াই প্রথম ওয়াক্ত থেকে শেষ ওয়াক্ত পর্যন্ত আপনার সালাত কখনো বিলম্ব করবেন না, সর্বদা প্রথম ওয়াক্তে নামাজ পালন করুন।
(বেহারুল-আনওয়ার, খণ্ড ৮০, পৃ. ২১)