হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, হেদায়াত ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ ইব্রাহিম হোসাইনী আরাকি রজব মাসের আগমনের ঘোষণা দেন। রজব এবং এই বরকতময় মাসে ইমাম মুহাম্মদ বাকির (আ.)-এর জন্মদিন সম্পর্কে তিনি বলেন: আমাদের উপর আহলে বাইত (আ.)-এর অনেক অধিকার রয়েছে ।
তিনি ইমামগণ (আ.)-এর জ্ঞান অর্জনকে তাদের অন্যতম অধিকার বলে মনে করেন এবং বলেন: জ্ঞান শুধু জ্ঞানগত স্বীকৃতির নাম নয়, জ্ঞান হল এমন এক গভীর স্বীকৃতি যা অন্তরে স্থির হয়ে বিশ্বাস ও বিশ্বাসে রূপান্তরিত হয়।
হুসাইনী আরাকি ইমাম বাকির (আ.)-এর ফজিলত উল্লেখ করে বলেন: এই ইমাম (আ.)-এর মাহাত্ম্য এতই মহান যে, এমনকি কিছু শিয়া বিরোধী ও সুন্নিরাও বাকির (আ.) মাহাত্ম্য ও অবস্থানকে স্বীকার করেন।