হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, প্রতিবেদনে বলা হয়েছে, ওআইসি মহাসচিব ইব্রাহিম ত্বহা জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকে ইউরোপের কিছু চরমপন্থী উপাদান দ্বারা পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা করেন এবং এসব উপাদানের এ ধরনের কর্মকাণ্ডকে প্ররোচনা হিসেবে ব্যাখ্যা করেন।
তিনি বলেন: মুসলমানদের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্য হলো ইসলাম ধর্ম ও মুসলমানদের পবিত্রতাকে অবমাননা করা এবং মুসলমানদের উসকানি দেওয়া।
ওআইসি মহাসচিব ইব্রাহিম ত্বহা মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন: পবিত্র কোরআন পুড়িয়ে দেড় কোটিরও বেশি মুসলমানের অবমাননা করা হয়েছে এবং তা মুসলমানদের জন্য অসহনীয় এবং তা করে উসকানি দেখানো হয়েছে।
মনে রাখতে হবে, সম্প্রতি সুইডেন, ডেনমার্ক ও হল্যান্ডে পবিত্র কোরআন অবমাননা করা হয়েছে, যা সারা বিশ্বের মুসলমানদের মধ্যে শোকের ঢেউ তুলেছে।