হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, এই দেশটি গত ১০ বছর ধরে ইরানের বৃহত্তম বাণিজ্য অংশীদার।
চীনা বার্তা সংস্থা সিনহুয়া অনুসারে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জু জুয়েটেং এক সংবাদ সম্মেলনে বলেছেন যে ২০২২ সালে ইরান ও চীনের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১৫.৮বিলিয়ন ডলারে পৌঁছাবে, যা গত বছরের তুলনায় ৭ শতাংশ বেশি।
একই সময়ে ইরান ট্রেড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইরান ট্রেড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) প্রেসিডেন্ট আলী রেজা পেইমান পাক আমাদের প্রতিবেদকের সাথে আলাপকালে এ কথা বলেন যে প্রযুক্তির ক্ষেত্রে চীনের শক্তির পরিপ্রেক্ষিতে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে এবং জ্বালানি ক্ষেত্রে চীনের সঙ্গে ব্যাপক সহযোগিতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি গত সপ্তাহে তার চীনা প্রতিপক্ষের আমন্ত্রণে চীনের রাজধানী বেইজিং সফর করেন।এই সফরে তেহরান ও বেইজিং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।