۱۶ آذر ۱۴۰۳ |۴ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 6, 2024
News ID: 388484
22 فروری 2023 - 13:52
শাবান মাসের আমল সমূহ
শাবান মাসের আমল সমূহ

হাওজা / শা'বান মাসের আগমন হলে ইমাম যাইনুল আবেদীন ( আ .) স্বীয় সাহাবাদেরকে জড় করে বলতেন : হে আমার সাহাবা , তোমরা জান কি এটা কোন্ মাস ? এটা শাবান মাস । মহানবী ( সা : ) বলতেন : শা'বান আমার মাস।

মুহাম্মদ মুনীর হুসাইন খান

ইমাম সাদিক (আ.) ইমাম যাইনুল আবেদীন আ. থেকে বর্ণনা করেছেন :

মহানবী ( সা : ) বলতেন : শা'বান ।

শা'বান মাসের আগমন হলে ইমাম যাইনুল আবেদীন ( আ .) স্বীয় সাহাবাদেরকে জড় করে বলতেন : হে আমার সাহাবা , তোমরা জান কি এটা কোন্ মাস ? এটা শাবান মাস । মহানবী ( সা : ) বলতেন : শা'বান আমার মাস। অতএব , এ মাসে মহানবীর ( সা.) মহব্বতে এবং মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য তোমরা রোযা রাখবে । ......

এ মাসের প্রতিদিনের যে সব আমল সেগুলোর মধ্যে :

১. ৭০ বার أَسْتَغْفِرُ اللّٰهَ وَ أَسْأَلُهُ التَّوْبَةَ

বলা ( পড়া )

২. ৭০ বার أَسْتَغْفِرُ اللّٰهَ الَّذِيْ لَا إِلٰهَ إِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِیْمُ الْحَيُّ الْقَيُّوْمُ وَ أَتُوْبُ إِلَيْهِ বলা ( পড়া )

৩. দান সদকা করা

শাবান মাসের সর্বোত্তম আমল সমূহের অন্তর্ভুক্ত : দান ও ইস্তিগফার ( ক্ষমা প্রার্থনা )

৪. ১০০০ বার বলা :

لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَ لَا نَعْبُدُ إِلَّا إِیَّاهُ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ وَ لَوْ کَرِهَ الْمُشْرِکُوْنَ .

৫. দুই রাকাত নামায : এর প্রতি রাকাতে সূরা - ই হামদের পরে ১০০ বার সূরা -ই তওহীদ পড়া ।

৬ . রোযা : শাবান মাসের সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখা

৭. বেশি বেশি দরূদ পাঠ

৮. ইমাম যাইনুল আবেদীন ( আ.) থেকে বর্ণিত দরূদ প্রতিদিন যোহরের ওয়াক্তের কাছাকাছি সময় পাঠ করা

৯. ইবনে খালাওয়াইহ কর্তৃক বর্ণিত মুনাজাত পাঠ ( মাফাতীহুল জিনান , পৃ : ২৮৩ - ২৮৮ )

১৫ শাবানের রাতের আমল সমূহ :

১. গোসল

২. নামায , ইবাদত , দুআ ও ইস্তিগফার করে ১৫ শাবানের রাত জাগরণ ( ইহ্ইয়া )

৩. ইমাম হুসাইনের ( আ .) যিয়ারত : আর তা হচ্ছে ১৫ শাবানের রাতের সর্বোত্তম আমল :

اَلسَّلَامُ عَلَیْکَ یَا أَبَا عَبْدَ اللّٰهِ السَّلَامُ عَلَیْکَ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَکَاتُهُ .

৪. দুআ - ই কুমাইল পাঠ

৫. ইশার নামাযের পর দু রাকাত নামায পড়া : ১ম রাকাতে সূরা ই হামদ্ ও সূরা -ই ক্বুল্ ইয়া আইয়ুহাল্ কাফিরূন্ এবং ২য় রাকাতে সূরা ই হামদ্ ও সূরা-ই তওহীদ ( ইখলাস ) পাঠ করা ।

নামাযের পর সুবহানাল্লাহ : ৩৩ বার , আল - হামদু লিল্লাহ : ৩৩ ,

আল্লাহু আকবার : ৩৪ বার পড়া

অত:পর নিম্নোক্ত এ দুআটি পড়া :

يَا مَنْ إِلَيْهِ مَلْجَأُ الْعِبَادِ فِي الْمُهِمَّاتِ وَ ....

( মাফাতীহুল জিনান , পৃ : ৩০১ - ৩০৩ দ্র : )

এরপর সিজদা করা এবং উক্ত সিজদায় বলা :

ইয়া রব্বু :২০ বার , ইয়া আল্লাহু : ৭ বার, রা হাওলা ওয়া লা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ্ : ৭ বার , মাশাআল্লাহ : ১০ বার , লা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ : ১০ বার

এরপর রাসূলুল্লাহ ( সা .) এবং তাঁর

আলের উপর দরুদ পাঠ এবং মহান আল্লাহর কাছে নিজের হাজত( প্রয়োজন ও অভাব সমূহ ) পূরণের প্রার্থনা করা

এ রাতের আরো বেশ কিছু আমল , মাফাতীহুল জিনানে বর্ণিত আছে ।

تبصرہ ارسال

You are replying to: .