হাওজা নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, পহেলা রমজান থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের ইমামবারগাহে বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করছেন।
এখানেও বিশ্বের কয়েকটি দেশের মতো রমজান শুরু হয়েছে শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ইমাম বারগাহ কাইমে দৈনিক দুআ সেহেরের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হচ্ছে।
রমজান মাস মেলবোর্ন শহরে ইবাদত ও আনুগত্যের বসন্ত দেখে ফজরের জামাতে বিপুল সংখ্যক মুমিন ও মুমেনা অংশ নিচ্ছেন।
দৈনিক মাগরিবের নামাজের পর ইফতার, কোরআন তেলাওয়াত, ইমাম জুমা মেলবোর্ন ও শিয়া ওলামা কাউন্সিল অব অস্ট্রেলিয়ার সভাপতি হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ আবুল কাসেম রিজভী কোরআন ও হাদিসের আলোকে রমজানের ফজিলত ব্যাখ্যা করছেন।
এসব কর্মসূচিতে বিপুল সংখ্যক তরুণ-তরুণী অংশ নিচ্ছে, এরপর শনিবার একটি সফল প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যাতে রোজার নিয়ম ব্যাখ্যা করা হয়।
মাওলানা জোর দিয়েছেন যে আসল লক্ষ্য হল এই এক মাসে নফসকে প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে ভাল নৈতিকতায় সজ্জিত করা।আর নবীদের মিশন ছিল নৈতিকতা ও উচ্চ মূল্যবোধের পরিপূর্ণতা, আমরা সবাই এখানে ইসলামের প্রচারক, সমাজ থেকে অশ্লীলতা ও অসম্মান দূরীকরণ শুধুমাত্র ভালো নৈতিকতার মাধ্যমেই সম্ভব।